কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ প্রদান অনুষ্ঠান জলপাইগুড়িতে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি : কারও হাত আছে তো পা নেই, আবার অনেকের পা আছে তো হাত নেই। এই ধরণের বাসিন্দাদের চিহ্নিত করে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তুলে দিল মারয়ারী যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার ব্রাঞ্চ রবিবার দিন বাজার এলাকার এক কর্মসুচির মধ্য দিয়ে।

এদিন প্রায় ৫৪জনকে কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তুলে দেওয়া হল বলে যুব মঞ্চের তরফে জানানো হয়েছে। জলপাইগুড়ি ওয়েলফেয়ার আসোসিয়েশনের সহযোগিতায় জেলার বিভিন্ন প্রান্তের যাদের হাত ও পা নেই তাদের নামের তালিকা তুলে দেওয়া হয়।

মোট ৬৫জনের নাম পেয়েছিল যুব মঞ্চ। তাদের মধ্যে ৫৪জনকে এ দিন কৃত্রিম অঙ্গ প্রত্যঙ্গ তুলে দেওয়া হল।

এদিনের অনুষ্ঠান উপস্থিত ছিলেন পদ্মশ্রী করিমূল হক, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, ওএসডি সুশান্ত রায়, পুরসভার ভাইস চেয়ারম্যান সন্দীপ মাহাতো এছাড়া মারয়ারী যুব মঞ্চ জলপাইগুড়ি গ্রেটার ব্রাঞ্চের প্রতিনিধিরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *