জলপাইগুড়ি :- রাতের অন্ধকারে পরিবারের সঙ্গে বাংলাদেশে পালাতে গিয়ে গ্রামবাসীর চোখে পড়ে গেল এক বাংলাদেশী কিশোরী। বৃহস্পতিবার রাতে সদর ব্লকের লালবাজার পাড়ার বাসিন্দারা তাকে সীমান্তবর্তী বেরুবাড়ি এলাকা থেকে আটক করে পুলিশের হাতে তুলে দেন।

কিশোরীর দাবি, সে ঢাকার বাসিন্দা। কিছুদিন আগে পরিবারের সঙ্গে ভারতে এসেছিল। গতকাল রাতে দালালের মাধ্যমে সীমান্ত পেরিয়ে বাংলাদেশে ফেরার চেষ্টা করছিল তারা। কিন্তু অন্ধকারে পরিবারের সদস্যদের থেকে বিচ্ছিন্ন হয়ে যায় কিশোরী। সেই সময় গ্রামবাসীরা তাকে দেখে ফেলে।
খবর পেয়ে কোতয়ালি থানার মানিকগঞ্জ ফাঁড়ির পুলিশ ঘটনাস্থলে পৌঁছে কিশোরীকে আটক করে থানায় নিয়ে আসে। পরিবারের অন্যান্য সদস্যদের খোঁজে তল্লাশি চালাচ্ছে পুলিশ। এদিন অবৈধ অনুপ্রবেশের অভিযোগে কিশোরীকে আদালতে তোলা হয়।