সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ আগস্ট : চালের বস্তার আড়ালে পাচারের আগেই প্রায় ৪০ লক্ষ টাকার বার্মাটিক কাঠ উদ্ধার করলেন বেলাকোবা রেঞ্জের বনকর্মীরা। গ্রেফতার ১। শনিবার ভোরে বেলাকোবার রেঞ্জার সঞ্জয় দত্তের নেতৃত্বে শিলিগুড়ি জলপাইগুড়ি জাতীয় সড়কের রাজগঞ্জের করতোয়ায় অভিযান চালানো হয়। অভিযান চালিয়ে চালের বস্তার আড়াল থেকে বার্মাটিক কাঠ উদ্ধার করা হয়। এই ঘটনায় গাড়ির চালককে গ্রেফতার করা হয়েছে। ধৃতের নাম রিয়াজুদ্দিন আনসারি। সে বিহারের বাসিন্দা বলে জানা গিয়েছে। বনদপ্তর সূত্রে জানা গিয়েছে, গোপন সূত্রে খবরের ভিত্তিতে অভিযান চালিয়ে লক্ষাধিক টাকার বার্মা টিক কাঠ সহ একজনকে গ্রেফতার করা হয়। জেরায় জানা যায়, গোয়াহাটি থেকে বিহারের উদ্দেশ্যে নিয়ে যাওয়া হচ্ছিল কাঠগুলিকে। ধৃতকে জলপাইগুড়ি জেলা আদালতে পাঠানো হচ্ছে।
