চা’বাগান নিয়ে সর্বত্র অবহেলা করেছে বিজেপি – অভিযোগ আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়ের

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ মে ২০২২ : পশ্চিমবঙ্গ রাজ‍্য বিদ্যুৎ পর্ষদ এমপ্লয়িজ ইউনিয়নের বিদ্যুৎ কর্মী ও অসংগঠিত কর্মচারীর সমাবেশ অনুষ্ঠিত হল বুধবার রাজবাড়িপাড়া সংলগ্ন কম্পোজিট কমপ্লেক্স এলাকার বিদ্যুৎ বন্টন দফতরের প্রশাসনিক ভবনের চত্বরে। পতাকা উত্তোলনের মধ্য দিয়ে অনুষ্ঠান শুরু হয়।

সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। রাজ্য সভাপতি বলেন, আইএনটিটিইউসির নামে চা’য়ের একাধিক সংগঠন চলছে। যেখানে শুধুমাত্র তৃণমূল চা বাগান শ্রমিক ইউনিয়ন থাকার কথা। এক্ষেত্রে আইএনটিটিইউসির একটিই ইউনিয়ন থাকবে। কাউকে বাদ দিয়ে নয়। সবাইকে সঙ্গে নিয়ে চলার কথা বলেন তিনি।

তিনি আরও বলেন, আগামী ২৭ তারিখ হলদিয়াতে রয়েছে শিল্প সম্মেলন। ঐক্যবদ্ধভাবে সকলকে নিয়েই বৃহৎ লড়াইয়ের জন্য প্রস্তুত হতে হবে। সেদিন শ্রমিকরা বলবেন, আর আমরা সারাদিন শুনবো। চা’বাগান নিয়ে সর্বত্র অবহেলা করেছে বিজেপি বলে অভিযোগ করেন তিনি। তারা মিথ্যাচার করছে। চা বাগানগুলিতে ১০০০ কোটি টাকা দেওয়ার কথা থাকলেও তা দেয়নি বিজেপি সরকার বলে অভিযোগ করেন। চা’বাগান এলাকাগুলোতে যা করণীয় তা রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ই করছেন। রাজ্যের সব শিল্পকে ধ্বংস করেছে বিজেপি নেতৃত্বাধীন কেন্দ্রীয় সরকার বলেও অভিযোগ করেন আইএনটিটিইউসির রাজ্য সভাপতি ঋতব্রত বন্দ্যোপাধ্যায়।

এদিনের সম্মেলনে অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়নের রাজ্য সাধারণ সম্পাদক অরিজিৎ দত্ত, জেলা তৃণমূল সভানেত্রী মহুয়া গোপ, আইএনটিটিইউসির জেলা সভাপতি রাজেশ লাকরা, তৃণমূল জেলা কোর কমিটির চেয়ারম্যান খগেশ্বর রায় সহ অন্যান্যরা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *