গাড়ি চালকের মাথায় পিস্তলের বাট দিয়ে আঘাত করে ছিনতাইয়ের ঘটনায় ধৃত ২


বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৪ আগস্ট : পিস্তলের বাট দিয়ে মাথায় আঘাত করে গাড়ি চালকের কাছ থেকে টাকা-পয়সা ও মোবাইল ছিনতাইয়ের ঘটনায় পুলিশের জালে দুই দুষ্কৃতী। ঘোলা থানার মহিষপোতা নতুন রাস্তা মোড়ে কল্যাণী এক্সপ্রেসওয়েতে মঙ্গলবার রাতের ঘটনা। গাড়ি চালকের অভিয়োগের ভিত্তিতে ঘোলা থানার পুলিশ তদন্তে নেমে বুধবার ভোর রাতে দেবরূপায়ন নগর এলাকা থেকে দুজনকে গ্রেপ্তার করেছে।

Caught in the robbery case by hitting the car driver on the head with the butt of the pistol

ধৃতদের নাম শুভজিৎ মন্ডল ওরফে শুভ এবং বাপ্পা কীর্তনিয়া ওরফে কালু। ধৃত শুভজিত নিউ ব্যারাকপুর থানার শহরপুর এবং বাপ্পা তালবান্দার বাসিন্দা। ধৃতদের কাছ থেকে পুলিশ বেশ কিছু জাল নোট ও আগ্নেয়াস্ত্র উদ্ধার করেছে। ছিনতাইয়ের ঘটনা ছাড়া ধৃতেরা আরও অন্য কোনও ঘটনার সঙ্গে জড়িত কিনা, তা পুলিশ খতিয়ে দেখছে। আক্রান্ত গাড়ি চালক বাপি ঘোষ ব্যারাকপুর চাল বাজারের বাসিন্দা। ওইদিন রাতে বাপি ঘোষ তিন চাকার টেম্পো গাড়ি চালিয়ে বাড়ি ফিরছিলেন। গাড়ি খারাপ হয়ে যাওয়ায় কল্যাণী এক্সপ্রেসওয়েতে দাঁড় করিয়ে তিনি গাড়ি মেরামতি করছিলেন। তখনই দুই দুষ্কৃতী বাইকে চেপে হানা দেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *