বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৯ আগস্ট : তোলা চেয়ে না পেয়ে টিটাগড় বাজারে একটি জামা-কাপড়ের দোকানে হামলা চালালো দুষ্কৃতীরা। অভিযোগ, রবিবার রাতে মদ্যপ অবস্থায় তিন দুষ্কৃতী হানা দেয় টিটাগড় বাজারে একটি জামা-কাপড়ের দোকানে। তোলা দিতে অস্বীকার করায় দোকানদারকে লোহার রড দিয়ে মারার চেষ্টা করে এক দুষ্কৃতী। দোকানদার সরে গেলে সেই রডের আঘাতে শোকেস ভেঙে চুররমার হয়ে যায়। যদিও ব্যবসায়ীরা একজোট হয়ে দুষ্কৃতীদের পাকড়াওয়ের চেষ্টা করলে, ওরা পালিয়ে যায়। তবে পুজোর মুখে দুষ্কৃতী হামলায় আতঙ্কিত টিটাগড় বাজারের ব্যবসায়ীরা। তবে ঘটনায় অভিযুক্ত মিঠুন সিং নামে একজনকে পুলিশ গ্রেপ্তার করেছে। পুলিশ ধৃতের কাছ থেকে একটি লোহার রড উদ্ধার করেছে। এদিকে দুষ্কৃতী তান্ডবের প্রতিবাদ জানিয়ে মঙ্গলবার বাজার বন্ধের ডাক দিয়েছে টিটাগড় ব্যবসায়ী কমিটি ও টিটাগড় ফুটপাত কমিটি। ঘটনার প্রতিবাদ জানিয়ে তারা টিটাগড় থানায় স্মারকলিপি জমা দেবেন।
