জলপাইগুড়িতে মিনি আর সুপার বাসের কর্মীদের মধ্যে অসন্তোষ, পথ অবরোধ করে বিক্ষোভ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জুন ২০২২ : শুক্রবার সকাল থেকে জলপাইগুড়ি কদমতলায় জলপাইগুড়ি শিলিগুড়ি মধ্যে চলাচলকারী মিনি এবং সুপার বাসের কর্মীদের মধ্যে বৃহস্পতিবার হওয়া বচসাকে ঘিরে উত্তেজনা সৃষ্টি হয় এবং মিনি বাস কর্মীরা পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে, যার ফলে চরম ভোগান্তিতে পড়তে হয় সাধারণ যাত্রীদের। এরপর পুলিশের আশ্বাসে অবরোধ তুলে নেয় মিনি বাস সংগঠনের সদস্যরা।

এই প্রসঙ্গে অভিযোগ করে মিনি বাস ওনার্স সংগঠনের সম্পাদক প্রদীপ রায় কর্মকার বলেন, সুপার বাস লোকাল প্যাসেঞ্জার তুলে নিয়ে যাচ্ছে, তাহলে আমরা যারা লোকাল মিনি বাস পরিষেবা দিই তাঁদের কি হবে। গতকাল এই কথা বলাতে সুপার বাসের কর্মীরা স্থানীয় কিছু যুবককে নিয়ে আমাদের মিনি বাস কর্মীদের ওপর চড়াও হয়। যদিও এই সমস্যা নিয়ে অনেক বার আরটিও অফিসে বৈঠক হয়েছে, কিন্তু জলপাইগুড়ি শিলিগুড়ির মধ্যে যাতায়াত করা সুপার বাস লোকাল বাসের মতো সব জায়গায় থেমে যাত্রী তুলে নেয়।

ওপর দিকে সুপার বাসের কন্ডাকটর রাজীব ঘোষ এবং আপ্পু দে অভিযোগ করে জানান, মিনি বাসের কর্মীরা আমাদের ওপর চড়াও হয়েছে গতকাল রাতে। আমারাও আজ থানায় অভিযোগ করেছি, তবে আমরা অশান্তি চাই না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *