জলপাইগুড়ি, ১৩ জুলাই : ওষুধে ছাড়ের নামে সাধারণ মানুষকে প্রতারিত করা হচ্ছে—এবার এমনই বিস্ফোরক অভিযোগ তুলল ওয়েস্ট বেঙ্গল মেডিক্যাল এন্ড সেলস রিপ্রেজেন্টেটিভ ইউনিয়ন। রবিবার জলপাইগুড়ির কর্মচারী ভবনে আয়োজিত হল সংগঠনের অষ্টাদশ জেলা সম্মেলন, যেখানে জেলার বিভিন্ন প্রান্ত থেকে প্রতিনিধিরা যোগ দেন।

সম্মেলনের মঞ্চ থেকে সংগঠনের পক্ষ থেকে সরাসরি আক্রমণ শানানো হয় ওষুধ প্রস্তুতকারী সংস্থা ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে। অভিযোগ, “নির্বাচনী বন্ডের নামে ওষুধ কোম্পানিগুলি কেন্দ্রীয় সরকারকে কোটি কোটি টাকা দিয়েছে, আর তারই বদলে তারা পেয়েছে ওষুধের দামে ইচ্ছেমতো বাড়ানোর ছাড়পত্র।”
জেলা সম্পাদক অপূর্ব বিষ্ণু বলেন, “কেন্দ্রীয় সরকার নির্বাচনী বন্ডে ওষুধ কোম্পানিগুলোর থেকে প্রায় ৩৪ কোটি টাকা নিয়েছে। এরপর সেই সংস্থাগুলো ওষুধের দাম দ্বিগুণ করেছে। যে ছাড় সাধারণ মানুষকে দেওয়া হচ্ছে, সেটা আসলে তাদের পকেট থেকেই কাটা টাকা।”

তিনি আরও বলেন, “বাজার ছেয়ে গিয়েছে জাল ওষুধে। অথচ নজরদারি নেই। সরকারের উচিত মানুষের জীবন নিয়ে বাণিজ্য বন্ধ করা।”
সম্মেলনে সর্বসম্মতভাবে সিদ্ধান্ত নেওয়া হয়—জাল ওষুধ এবং ওষুধের মূল্যবৃদ্ধির বিরুদ্ধে রাজ্যজুড়ে গণআন্দোলন গড়ে তোলা হবে। পাশাপাশি নির্বাচনী বন্ড নিয়ে যে গোপন লেনদেন চলছে, তারও পূর্ণ তদন্ত ও স্বচ্ছতা দাবি করা হয়।
এদিন উপস্থিত ছিলেন জেলার একাধিক প্রতিনিধি ও সংগঠনের রাজ্য নেতৃত্ব। তাঁরা জানান, ওষুধ মানুষের মৌলিক অধিকার, সেটা মুনাফার খেলায় পরিণত হতে পারে না। ভবিষ্যতে সাধারণ মানুষের স্বার্থে বড় আকারে পথসভা, ডেপুটেশন ও সচেতনতা অভিযান চালানোর রূপরেখাও তৈরি হয়েছে।