সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুলাই ২০২২ : খুশির হাওয়া কৃষক মহলে, অবশেষে স্বস্তির নিশ্বাস ফেললেন ধান চাষিরা। মঙ্গলবার রাতের এক পশলা বৃষ্টিতে জমি তৈরী করে ধানের রোয়া বুনলেন জলপাইগুড়ির কৃষকরা । উল্লেখ্য গত কয়েকদিনের দাবদহে জলপাইগুড়ির একাংশের কিছু জমিতে একেবারেই জল ছিল না। অনেকেই জমি এক চাষ কিংবা দুই চাষ করে ফেলে রেখেছিলেন, জলের অভাবে জমি কাদা করে রোয়া গাড়তে পারেননি। এতে সমস্যায় পড়েছিলেন এলাকার বহু কৃষক। কিন্তু মঙ্গলবার রাতের বৃষ্টি হতেই চিত্রটা বদলে যায়। সকাল থেকেই জমি তৈরী করতে ব্যাস্ত হয়ে পড়ে চাষিরা। রিতিমতো ট্রাক্টর দিয়ে চাষ করে রোয়া রোপন করার ব্যস্ততা দেখা গেল এদিন জলপাইগুড়িতে।
জমির মালিক মহম্মদ আইনুল বলেন, বেশির ভাগ জমিই এক থেকে দুই চাষ করে ফেলে রেখেছিলাম । কয়েকদিনের দাবদাহে জমির জল শুকিয়ে যায় যার ফলে জমিতে রোয়া গাড়া পিছিয়ে যায়। গতকাল রাতে বৃষ্টি হওয়ায় স্বস্তি পেলাম । বুধবার একদিনেই দুই বিঘা জমি কাদা করে রোয়া রোপন করার কাজ শুরু করেছি। দুই দিন জল দাড়িয়ে থাকলে বাকি জমিগুলি চাষ করা যাবে বলে তিনি জানান।