সংবাদদাতা, জলপাইগুড়ি, ২১ জুলাই ২০২২ : ক্ষুদ্র চা চাষীদের উন্নয়নকল্পে ভারতে এলেন ফ্রান্সের বাসিন্দা তথা বিশিষ্ট চা ব্যবসায়ী অরূপ ঘোষ। তিনি আদতে ফ্রান্সের বাসিন্দা হলেও একসময় এই দেশেরই নিবাসী ছিলেন। মঙ্গলবার অরূপ বাবু ক্ষুদ্র চা চাষীদের হ্যান্ড ক্র্যাফটেড উচ্চ গুণগতমান সম্পন্ন অর্থডক্স, হোয়াইট ও গ্রীনটি বাজারজাত করার উদ্দেশ্য নিয়ে কালিংপং জেলার নিম বস্তিতে ক্ষুদ্র চা চাষীদের সাথে মিলিত হন।

বুধবার এমনই জানালেন সর্বভারতীয় ক্ষুদ্র চা চাষী সংগঠন সিস্টার সভাপতি বিজয় গোপাল চক্রবর্তী। তিনিও এদিন অরূপ ঘোষের সাথে প্রায় ৬,৫০০ ফিট পাহাড়ের উপরে দুর্গম ওই জায়গায় যান। উল্লেখ্য, নিম বস্তি এলাকাতে ২১ জন ক্ষুদ্র চা চাষী মিলে গঠন করেছেন নিম স্মল টি ফার্মার্স ওয়েলফেয়ার সোসাইটি, যাদের জমির মোট পরিমান ৫৩ একর। একটা সময় পাহাড়ের বাগানগুলিতে কাঁচা চা পাতা সরবরাহ করতেন তারা। কিন্তু পাতার দাম কম পাওয়াতে নিজেরাই মিনি চা ফ্যাক্টরি গঠনের সিদ্ধান্ত নেন। প্রত্যন্ত পাহাড়ি গ্রামে তৈরী হচ্ছে হ্যান্ড ক্র্যাফটেড এক্সোটিক বিভিন্ন ধরণের চা।

অন্যদিকে এ বিষয়ে সোসাইটির সভাপতি কে,বি ছেত্রী জানান, অর্থের অভাবে রোলিং টেবিল সহ অন্যান্য যন্ত্রাংশ কিনতে পারছি না। তবে আমরা চাই আমাদের চা বিদেশের বাজারে বিক্রি হোক।
বিজয় বাবু বলেন, ওই এলাকায় প্রায় দেড় কিলোমিটার হেঁটে যেতে হয়। ২১ জন ক্ষুদ্র চা চাষিরা মিলে এই কাজ করছেন। ফ্রান্স ও ইউরোপের বাজারগুলোতে এই ধরনের চায়ের যথেষ্ট চাহিদা রয়েছে। অরূপ বাবু এই চা ইউরোপের বাজারে প্রমোট করবেন। পাশাপাশি এর ফলে যে লাভ আসবে সেখান থেকে এই ক্ষুদ্র চা চাষীদের অর্থনৈতিকভাবেও সহায়তা করা হবে।

এ বিষয়ে ফ্রান্সের বাসিন্দা তথা চা ব্যবসায়ী অরূপ ঘোষ বলেন, “যাতে এই ক্ষুদ্র চা চাষিরা উপকৃত হতে পারেন সেই চেষ্টাই আমি করব।
আগামীকাল অরূপ বাবু আসামের বিভিন্ন ক্ষুদ্র চা চাষীদের সাথে এ বিষয়ে কথা বলবেন বলে বিজয় গোপাল বাবু জানান।