এখন থেকে জলপাইগুড়ির এক নার্সিং হোমে ক্যাশ লেস চিকিৎসার সুযোগ পাবে রাজ্য সরকারি কর্মচারী এবং পরিবারের সদস্যরা

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৮ মে ২০২২ : জলপাইগুড়ি জেলায় রাজ্য সরকারের কর্মী ও অবসরপ্রাপ্ত কর্মীদের পরিবারের সুবিধে দেড় লক্ষ টাকার ক্যাশ লেস স্বাস্থ্য পরিষেবা চালু হল শহরের এক নার্সিংহোমে। শনিবার সাংবাদিক বৈঠক করে একথা জানালেন শহরের রাজবাড়ি পাড়ার এক নার্সিং হোম কর্তৃপক্ষ।

নার্সিংহোম কর্তৃপক্ষের তরফে চিকিৎসক সুমন্ত মুখোপাধ্যায় বলেন, আমাদের নার্সিংহোমে কোভিড শয্যা ধরে এই মুহূর্তে ৯০টি শয্যা রয়েছে। বছরে গড়ে চার থেকে ছয়শো জন সরকারি কর্মী ও পরিবারের সদস্যরা পরিষেবা দিতে হবে এই লক্ষ্য মাত্রা রাখা হয়েছে। আমরা রাজ্য সরকারের সঙ্গে বৈঠক করেছি। ৫ই মে অনুমোদন পাওয়া গেছে। এরপর নার্সিংহোমের কর্মীদের প্রশিক্ষণ দেওয়া হয় ১৫দিন। এখন থেকে এই পরিষেবা চালু করা হল নার্সিংহোমে বলে জানালেন তিনি।

পশ্চিমবঙ্গ রাজ্য সরকারি ফেডারেশনের জেলা সভাপতি সঞ্জয় সিংহ রায় বলেন, আমরা খুবই খুশি এই পরিষেবা চালু হওয়ার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *