ডেঙ্গু হানায় লাগাম টানতে উচ্চ পর্যায়ে আলোচনা পানিহাটিতে

বিশ্বজিৎ নাথ, কলকাতা, ২৭ জুন ২০২২ : রাজ্যের অন্যান্য পুরসভার তুলনায় ডেঙ্গুর প্রকোপ কিছুটা বেশি পানিহাটি পুরসভা এলাকায়। তাই ডেঙ্গু থাবায় লাগাম টানতে সোমবার পানিহাটিতে উচ্চ পর্যায়ে বৈঠক ডাকা হয়েছিল। কিভাবে ডেঙ্গুর প্রকোপ ঠেকানো যাবে, তা নিয়েই ওই বৈঠকে আলোচনা করা হয়েছে। এদিনের আলোচনা সভায় উপস্থিত ছিলেন রাজ্যের পুর ও নগরোন্নয়ন দপ্তরের অতিরিক্ত সচিব জলি চৌধুরী, নগরোন্নয়ন দপ্তরের যুগ্ম সচিব সুনন্দা বসু, ডেপুটি সি এম ও এইচ সুপর্ণা চট্টোপাধ্যায়, ব্যারাকপুরের মহকুমা শাসক অভ্র অধিকারী, পানিহাটির বিধায়ক ও পুরপ্রধান যথাক্রমে নির্মল ঘোষ ও মলয় রায়-সহ পুরসভার অন্যান্য অধিকারিক ও সকল কাউন্সিলররা। বৈঠকে আলোচনায় উঠে এসেছে, কনজারভেন্সি কাজের ঘাটতির কারনেই ডেঙ্গু ছড়িয়েছে পানিহাটিতে। তবে ডেঙ্গু মোকাবিলায় সমস্ত রকমের ব্যবস্থা নেওয়া হচ্ছে বলে এদিন জানালেন বিধায়ক ও পুরপ্রধান। প্রসঙ্গত, পানিহাটিতে এই মুহূর্তে ডেঙ্গুতে ৩৯ জন। বেশি আক্রান্তের সংখ্যা ২৭ ও ২৮ নম্বর ওয়ার্ডে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *