প্রয়াত সাংবাদিক দেবাশীষ ঘোষ স্মরণে

নির্মল কুমার ঘোষ, জলপাইগুড়ি, ১৭ জুলাই ২০২২ : জলপাইগুড়ি প্রবীণ সাংবাদিক দেবাশীষ ঘোষ আর আমাদের মধ্যে নেই, পনেরো জুলাই অপরাহ্নে সাড়ে চারটার নাগাদ শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৮১ বছর। একমাত্র পুত্র ও স্ত্রী রেখে গেছেন। আর রেখে গেছেন অগণিত বন্ধু বান্ধব, আত্মীয় স্বজন। তিনি জলপাইগুড়ি জেলা সাংবাদিক সঙ্ঘের আজীবন সম্পাদক ছিলেন। তার মৃত্যুতে সাংবাদিক মহলে শোকের ছায়া নেমে আসে। পশ্চিম বঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পক্ষ থেকে তাকে শ্রদ্ধা জ্ঞাপন করা হয়।

দেবাশিস ঘোষ কবি নির্মলেন্দু গৌতম, কবি বিবেকানন্দ সেনগুপ্তের সাথে মিলে সাহিত্য পত্রিকা “সীমান্তিক” পত্রিকা বের করেছিলেন, তেলি পাড়ায় উত্তর বঙ্গ প্রেস থেকে প্রকাশিত হতো পত্রিকাটি। বেশ কয়েক বছর নিয়মিত বের হয়েছিল। পূজা সংখ্যাও বের করতেন। লেখকের নিয়মিত যাতায়াত ছিল ওই পত্রিকা দপ্তরে। এখানে আবার হরিপদ রায়ের সম্পাদনায় পাক্ষিক উত্তর বঙ্গ পত্রিকা ছাপা হতো, খবর পরিবেশনায় যুক্ত ছিলাম সত্তর দশকে। প্রয়াত দেবাশীষ বাবু শিলিগুড়ি থেকে দৈনিক পত্রিকা উত্তর বঙ্গ পত্রিকায় সংবাদাতার দায়িত্ব পালন করেন নিষ্ঠার সাথে। পরবর্তীতে ওভারল্যান্ড পত্রিকায় এই লেখকের সাথে কিছুদিন কাজে যুক্ত ছিলেন। এর পাশাপাশি সুজন ছড়া আসরে সদস্য হিসেবে জড়িত ছিলেন, তাঁর স্বচরিত কবিতা বহু বছর পাঠ করেছেন ওই আসরে। এছাড়াও তিনি নানা সামাজিক প্রতিষ্ঠানের সাথে জড়িত ছিলেন। দীর্ঘ প্রায় পঞ্চাশ বছর সাংবাদিক জীবন দেবাশিস বাবুর সঙ্গে মেল বন্ধন। তিনি সব মায়া মমতা ত্যাগ করে চলে গেলেন না ফেরার দেশে … তার বিদেহী আত্মার শান্তি কামনা করি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *