সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৭ আগস্ট : অন্যান্য বারের মতো এবারও জলপাইগুড়ির উত্তর রায়কত পাড়ায় বৃহন্নলাদের মনসা পুজোয় সার্বজনীন রূপ দেখা গেলো। পাঁচদিন ধরে চলা এই পুজোতে সামিল হলেন এলাকার ক্ষুদে থেকে বয়স্করা সকলেই। প্রতিমা দর্শনে এসেছেন দুরদুরান্ত থেকে বহু মানুষ। বৃহন্নলাদের বক্তব্য চারিদিকে অনাচার সৃষ্টি হয়েছে, মানুষ বিপথে যাচ্ছে।

তাই সমাজের মঙ্গল কামনায় তারা মনসা পুজো করে আসছে দীর্ঘ বছর থেকে। তবে জলপাইগুড়িতে এই পুজো এবার ৯ বছরে পড়লো। জলপাইগুড়ি বৃহন্নলা আস্থা ওয়েলফেয়ার সোসাইটির সম্পাদিকা পিপাসা হিজরে জানান, সমাজের মঙ্গলের জন্যই আমাদের এই পুজোর উদ্যোগ। গত দুই বছর করোনার কারনে পুজো সেই ভাবে করা হয়নি। পুজোতে যে খরচ করা হয় তার থেকে কিছু অর্থ বাঁচিয়ে করোনার সময় দুঃস্থদের পাশে দাঁড়ানো হয়েছিল। তবে এবার পুজো আবার আবার আগের মতোই করা হচ্ছে বলে জানান তিনি। এদিন সকাল থেকেই নানান অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।

বৃহন্নলা সমাজ একত্রিত হয়ে জনকল্যানের জন্য এই পুজোর পাশাপাশি মা মনসার নাম কীর্তন সহ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করেছে। এলাকার মানুষজনও এই পুজোয় সামিল হয়েছেন। এছাড়া রাজ্যের বিভিন্ন জেলা এবং আসাম, বিহার, উত্তরপ্রদেশ, দিল্লি থেকে অনেক বৃহন্নলারা এসেছে। সমাজের সাধারন মানুষ থেকে বিচ্ছিন্ন হলেও আজ যেভাবে সাধারন মানুষ বৃহন্নলাদের পুজোয় সামিল হয়েছেন এবং খিচুড়ি ভোগ খেয়েছেন তাতে কোন বিভেদ লক্ষ্য করা যায়নি।