গান প্রিয় জলপাইগুড়ির সমাদৃতা উচ্চ মাধ্যমিকে দখল করেছে রাজ্যে অষ্টম স্থান

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জুন ২০২২ : জলপাইগুড়ি রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় থেকে এবারে উচ্চ মাধ্যমিক দিয়েছিল সমাদৃতা দাস। শুক্রবার ফল প্রকাশ হতেই খুশির আবহাওয়া সমাদৃতার পরিবার সহ স্কুলে। উচ্চ মাধ্যমিকের মেধা তালিকায় অষ্টম স্থান পেয়ে জলপাইগুড়ি‌র নাম উজ্জ্বল করল সমাদৃতা। সম্ভবত জলপাইগুড়ি শহরে সমাদৃতাই এবছর উচ্চ মাধ্যমিকে সর্বোচ্চ নাম্বার পেয়েছে। সমাদৃতা পেয়েছে মোট ৪৯১ নম্বর। সমাদৃতার উচ্চ মাধ্যমিকে বিষয় ছিল বাংলা, ইংরেজি, ভুগোল, সংস্কৃত ও মিউজিক।

বাবা মায়ের সাথে সমাদৃতা

জলপাইগুড়ি পুরসভার ২৪ নম্বর ওয়ার্ড এর দেশবন্ধুপাড়ায় এক ফ্ল্যাটে থাকেন সমাদ্রিতারা। বাবা শুভজিত দাস শিলিগুড়ি’র এক বেসরকারি কোম্পানিতে চাকরি করেন। মা অনিতা দাস গৃহবধূ। সমাদৃতার গৃহ শিক্ষক ছিলেন ছয় জন। ছোট থেকে শহরের রাষ্ট্রীয় বালিকা বিদ্যালয় পড়াশোনা করে সমাদৃতা। সমাদৃতার শখ গান গাওয়া। এমনটাই জানালো সে খুশির আবেগে ভেসে। গান গাওয়া ছাড়াও সে ছবি আঁকার পাশাপাশি অবসর সময়ে হাতের কাজ করতে ভালোবাসে।

সংগীত চর্চায় ব্যস্ত সমাদৃতা

এদিন সমাদৃতাকে স্কুলের শিক্ষিকাদের পাশাপাশি অনেকেই সংবর্ধনা দিয়েছেন। স্কুলের শিক্ষিকারা জানায়, সমাদৃতা ছোট থেকে পড়াশোনার ভাল৷ হাতের লেখা খুব সুন্দর।

সমাদৃতাকে সংবর্ধনা

সমাদৃতার বাবা শুভজিৎ দাস বলেন, মাধ্যমিকে জায়গা করতে পারেনি মেয়ে। উচ্চমাধ্যমিকে এক থেকে দশের মধ্যে থাকবে বলেছিল। আমরা পড়াশোনায় চাপ দিতাম না। আমি খুবই খুশি মেয়ের সাফল্যে। আগামীতে মেয়ে যেটা নিয়ে পড়ে এগিয়ে যেতে চায় সেটাই ও পড়বে।”

বাবার হাতে মিষ্টিমুখ

সমাদৃতা বলেন, “অল্প সময় পড়াশোনা করতাম। তবে যতটুকু পড়তাম মন দিয়ে পড়তাম। পড়াশোনার বাইরে গান, আঁকা ও হাতের কাজ করতে ভালোলাগে। আগামীতে ইচ্ছে ইউপিএসসি পরীক্ষার মাধ্যমে আইএএস হওয়ার।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *