বন্যাদুর্গতদের পাশে বামফ্রন্ট — জলপাইগুড়িতে সিপিআই(এম)-এর উদ্যোগে ত্রাণ ও অর্থ সংগ্রহ অভিযান

জলপাইগুড়ি : ভয়াবহ বন্যা ও ভূমিধসে বিপর্যস্ত উত্তরবঙ্গবাসীর পাশে দাঁড়াতে মানবিক উদ্যোগে নামল সিপিআই(এম)। জলপাইগুড়ি শহরজুড়ে শুরু হয়েছে দলীয় কর্মীদের ত্রাণ ও অর্থ সংগ্রহ অভিযান। ‘মানুষ মানুষের জন্য’— এই বার্তাকেই সামনে রেখে বুধবার মোহিতনগর গোলঘুমটি এলাকা থেকে শুরু হয় এই প্রচেষ্টা।

রাস্তায় নেমে সাধারণ মানুষের কাছ থেকে সহায়তা সংগ্রহ করেন দলীয় কর্মীরা। শহরের চৌরঙ্গী মোড়, গৌরীকোন, গোলঘুমটি, কুমারপাড়া ও পালপাড়া — সর্বত্রই দেখা যায় সিপিআই(এম) কর্মীদের লাল পতাকা হাতে ঘুরে ঘুরে ত্রাণ সংগ্রহ করতে। সাধারণ মানুষও সক্রিয়ভাবে অংশ নেন এই মানবিক উদ্যোগে।

এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন সিপিআই(এম) সদর পশ্চিম এরিয়া কমিটির সম্পাদক শুভাশিস সরকার, তপন গাঙ্গুলী, বিশ্বজিৎ মোহন্ত, রাজু বল, সুরজ দাস, উদয় শঙ্কর সরকার, সুবরন সরকার প্রমুখ নেতৃত্ব।

Left Front stands by flood victims — CPI(M) initiates relief and fundraising drive in Jalpaiguri

শুভাশিস সরকার বলেন, “এটা শুধুমাত্র রাজনৈতিক কর্মসূচি নয়, মানবিক দায়বদ্ধতা। আগামী তিনদিন এই সংগ্রহ অভিযান চলবে, এবং সংগৃহীত অর্থ নাগরাকাটা ও বানারহাটের সবচেয়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলির ত্রাণ ও পুনর্বাসনে ব্যবহার করা হবে।”

পাশাপাশি তিনি জানান, সিপিআই(এম) এই বিপর্যয়কে জাতীয় বিপর্যয় ঘোষণার দাবি জানিয়েছে এবং রাজ্য ও কেন্দ্র উভয় সরকারের কাছে দ্রুত পুনর্গঠনের আহ্বান জানিয়েছে।

জলপাইগুড়ি শহরে দিনভর সিপিআই(এম)-এর এই উদ্যোগে ছিল উচ্ছ্বাস, সহমর্মিতা এবং এক মানবিক ঐক্যের বার্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *