ছিনতাই কাণ্ডে পুলিশের দ্রুত সাফল্য; ধরা পড়ল গয়না লুটের চক্র

শিলিগুড়ি, ১৩ জুলাই: পরপর দুটি ছিনতাই কাণ্ডে উত্তাল হয়ে উঠেছিল শিলিগুড়ি—একই দিনে নিউ পালপাড়া ও সারদা পল্লীতে প্রবীণ নাগরিকদের টার্গেট করে সংঘবদ্ধ চক্র গলার সোনার চেইন ও আংটি ছিনিয়ে পালায়। তবে চুপিসারে পালিয়ে বাঁচা সহজ হল না। পুলিশের দৃষ্টান্তমূলক তদন্তে একে একে ধরা পড়ল চক্রের মূল অভিযুক্তরা।

প্রথম ঘটনাটি ঘটে নিউ পালপাড়ায়—এক বৃদ্ধের গলা থেকে চেইন ও আংটি ছিনিয়ে বাইকে চম্পট দেয় দুষ্কৃতীরা। এর কিছুক্ষণের মধ্যেই, সারদা পল্লীতে একই কায়দায় রত্না দত্ত নামে এক প্রবীণার উপর হামলা চালায় দুই যুবক। পরিচ্ছন্নতার নাম করে কলিং বেল টিপে তাকে ডেকে এনে মুখে ক্লোরোফর্ম স্প্রে করে অজ্ঞান করে দেয় তারা, এবং গলা থেকে সোনার গয়না ছিনিয়ে চমক দেয়।

Police make quick breakthrough in robbery case; Jewelry robbery ring busted

ঘটনার তদন্তে নামে আশিঘর ফাঁড়ির সাদা পোশাকের পুলিশ। একাধিক সূত্র ধরে দ্রুত নিউ জলপাইগুড়ির একটি লজ থেকে পঙ্কজ সাউ ও পান্ডব কুমার নামে দুই মূল অভিযুক্তকে গ্রেফতার করা হয়। তাদের জেরা করে উঠে আসে চাঞ্চল্যকর তথ্য—এই দুই ছিনতাইয়ের ঘটনার নেপথ্যে একই গ্যাং কাজ করেছে।

আরও তদন্তে উঠে আসে গ্যাংয়ের চতুর্থ সদস্য অনিল ডোমের নাম। পুলিশ জানতে পারে, লুটের সমস্ত গয়না গিয়ে জমা হত অনিলের এনজেপির গেটবাজার এলাকার বাড়িতে। সেখান থেকেই উদ্ধার হয় চুরি যাওয়া সোনার গয়নাগুলি। অনিলকেও গ্রেফতার করে আদালতে তোলা হয়েছে।

পুলিশ সূত্রে খবর, এই গ্যাংয়ের আরও সদস্যের খোঁজ চলছে। শহরের সাধারণ নাগরিকদের নিরাপত্তা সুনিশ্চিত করতে পুলিশ এমন অভিযান আরও জোরদার করবে বলেও জানান সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *