বিশ্বজিৎ নাথ, কলকাতা : এবার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কবিতার বই ছেড়ে পুলিশকে আইনের বই পড়ার নিদান দিলেন বিজেপি নেতা আইনজীবী কৌস্তভ বাগচী। প্রসঙ্গত, কয়েকদিন আগে এক রোগীর মৃত্যুকে ঘিরে ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে একটি বেসরকারি হাসপাতালে উত্তেজনার সৃষ্টি হয়েছিল। সেই ঘটনায় মোহনপুর থানায় কৌস্তভ বাগচীর বিরুদ্ধে অভিযোগ দায়ের করেছিল হাসপাতাল কর্তৃপক্ষ। মোহনপুর থানা থেকে পাঠানো নোটিশ পেয়ে শনিবার সকাল ১১টা নাগাদ হাজিরা দেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। কিন্তু পনের মিনিট তাঁকে জিজ্ঞাসাবাদ করেন তদন্তকারী অফিসাররা। থানা থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং সাংসদ অভিষেক বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করলেন বিজেপি নেতা কৌস্তভ বাগচী। তাঁর অভিযোগ, রাজ্যের মুখ্যমন্ত্রীর নির্দেশেই তাঁকে হেনস্থা করা হচ্ছে। বিরোধী রাজনৈতিক দলের লোকজন কিংবা যারা সরকারের বিরুদ্ধে আওয়াজ তুলবে। তাদেরকে হেনস্থার শিকার হতেই হবে। কৌস্তভের কথায়, মমতা বন্দ্যোপাধ্যায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায় প্রশ্নগুলো তৈরি করে পাঠিয়েছিলেন। যার কোনও মাথামুন্ডু নেই। সেই প্রশ্নগুলো দেখে দেখে তদন্তকারী অফিসাররা করছিলেন। তাঁর দাবি, পুলিশের পাঠানো নোটিশ আর মমতা ব্যানার্জির কবিতার বই দুটো একই।
