সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ আগস্ট : ৭ জন সন্দেহভাজন বিহারের বাসিন্দাকে টাকা সহ আটকে রাজগঞ্জ থানার পুলিশের হাতে তুলে দিলেন চাউলহাটি এলাকার বাসিন্দারা। ধৃত সাতজনকে রাজগঞ্জ থানার পুলিশ জিজ্ঞাসাবাদ শুরু করেছে। উত্তেজিত জনতা ভীড় জমান থানায়। স্থানীয় বাসিন্দাদের দাবি, শনিবার শিলিগুড়ি দিক থেকে দ্রুতগতিতে দুটি বিহার নম্বরের গাড়ি চাউলহাটি হয়ে জলপাইগুড়ির দিকে যাচ্ছিল। দুটি গাড়ির মধ্যে একটি গাড়িতে (BR01F8055) থাকা ব্যক্তিরা চিৎকার করছিল যে সামনের গাড়িতে (BR01FG5151) থাকা ব্যক্তিরা বিহার থেকে গাড়ির ভিতরে প্রতারিত নগদ সাত কোটি টাকা নিয়ে পালিয়েছে।

চাউলহাটির বাসিন্দাদের সন্দেহ হওয়ায় তারা দুটি গাড়িকে আটকান। এরপর রাজগঞ্জ থানার পুলিশ গিয়ে দুটি গাড়ি সহ ৭ জনকে আটক করে থানায় নিয়ে আসে বলে জানা গেছে। ধৃতদের গাড়িতে তল্লাশি চালিয়ে রাজগঞ্জ থানার পুলিশ ১লক্ষ ২২ হাজার টাকা উদ্ধার করলেও স্থানীয়দের দাবি ওই গাড়িতে আরো বেশি পরিমাণে টাকা ছিল।

এ বিষয়ে জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানিয়েছেন, চাউলহাটিতে আটককৃত গাড়ি ও অভিযুক্ত গাড়ি দুটি মিলিয়ে মোট ৭ জনকে থানায় নিয়ে আসা হয়েছে। গাড়ি তল্লাশি করে গাড়ির ভেতর থেকে নগদ ১ লাখ ২২ হাজার টাকা সহ একটি ব্যাগ পাওয়া গেছে। আটক ৭ জনকে জিজ্ঞাসাবাদ চলছে। তদন্ত করে বিষয়টি দেখা হচ্ছে।