হেনস্তার অভিযোগে অভিযুক্ত ছাত্র পেল শর্তসাপেক্ষ মুক্তি; নির্দেশ জুভেনাইল বোর্ডের

জলপাইগুড়ি, ১১ জুলাই: শহরতলীর এক নামি ইংরেজি মাধ্যম স্কুলে অষ্টম শ্রেণির এক ছাত্রের বিরুদ্ধে সহপাঠিনীকে ক্লাস চলাকালীন যৌন হেনস্তার অভিযোগে চাঞ্চল্য ছড়িয়েছিল। অভিযোগ সামনে আসতেই পুলিশ চাইল্ড ওয়েলফেয়ার কমিটির নির্দেশে ওই নাবালককে জুভেনাইল জাস্টিস বোর্ডে তোলে এবং আদালতের নির্দেশে ছ’দিন তাকে হোমে রাখা হয়।

শুক্রবার ফের মামলাটি উঠলে, দুই পক্ষের সওয়াল-জবাব শোনার পর বিচারক ছাত্রকে শর্তসাপেক্ষে বাড়ি নিয়ে যাওয়ার অনুমতি দেন। সহকারি সরকারি আইনজীবী সান্তা চট্টোপাধ্যায় জানান— “ছাত্রকে হোম থেকে পরিবারের হেফাজতে ফিরিয়ে নেওয়ার অনুমতি দেওয়া হয়েছে। তবে পরবর্তী দুই মাস তাকে প্রতি সপ্তাহে এক দিন করে জুভেনাইল বোর্ডে এসে কাউন্সেলিং করাতে হবে।”

এই নির্দেশ মানা বাধ্যতামূলক এবং এই সময়ের মধ্যে ছাত্রের আচরণ, মানসিক অবস্থা ও সংশোধনের অগ্রগতি বিচার করে ভবিষ্যতের পদক্ষেপ নির্ধারণ করা হবে।

প্রসঙ্গত, অভিযোগ উঠেছে—২৩ জুন ক্লাস চলাকালীন এক ছাত্রীকে সহপাঠী ছাত্র হেনস্তা করে এবং পরে বিষয়টি ধামাচাপা দেওয়ার চেষ্টা চালায় স্কুল কর্তৃপক্ষ। ছাত্রীর পরিবারের পক্ষ থেকে থানায় ও চাইল্ড ওয়েলফেয়ার কমিটিতে অভিযোগ জানানো হলে প্রশাসন পদক্ষেপ নেয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *