জল্পেশের পথে ভয়াবহ দুর্ঘটনা, মৃত ১০, আহত একাধিক

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১ আগস্ট ২০২২ : জল্পেশের মন্দিরে শিবের মাথায় জল ঢালতে যাওয়ার পথে গাড়িতেই বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হল ১০ জন পুণ্যার্থীর। আহত ১৪ জনকে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে স্থানান্তরিত করা হয়েছে। গাড়িতে থাকা জেনারেটর থেকে শর্ট সার্কিটের ফলে এই দুর্ঘটনা বলে প্রাথমিকভাবে অনুমান। রবিবার রাতে কোচবিহারের শীতলকুচি থেকে প্রায় ২৭ জনের একটি পুণ্যার্থী দল একটি পিক-আপ ভ্যানে করে জলপাইগুড়ির জল্পেশ শিব মন্দিরের উদ্দেশে যাচ্ছিলেন। জল্পেশ মন্দিরে যাওয়ার পথে রাত ১২টা নাগাদ চ্যাংরাবান্ধার ধরলা সেতু পার হওয়ার পর পুন্যার্থীদের গাড়িতে জেনারেটরে শর্ট সার্কিট থেকে দুর্ঘটনাটি ঘটে।

সকলকে উদ্ধার করে প্রথমে চ্যাংড়াবান্ধা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে নিয়ে আসা হলে সেখানে চিকিৎসকরা ১০ জনকে মৃত ঘোষণা করে। আহত ১৪ জনকে উন্নত চিকিৎসার জন্য জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়েছে, বাকিরা কিছুটা সুস্থ বোধ করায় নিজ নিজ বাড়ি ফিরে গেছে বলে জানা গেছে।

খবর অনুযায়ী, গাড়িতে ডিজে বাজছিল, এর জন্য জেনারেটর রাখা ছিল। জেনারেটরের তারে শর্ট সার্কিটের কারণে পুরো গাড়িতে কারেন্ট ছড়িয়ে যায়। এতে পিকআপ ভ্যানের যাত্রীরা তড়িতাহত হন। ঘটনায় ১০ জন মারা যায়। ১৪ জন আহত হয়ে জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। পুলিশ সূত্রে জানা গেছে, গাড়িটি আটক করা হলেও চালক পালিয়ে গেছে। যাত্রীরা সবাই কোচবিহার শীতলকুচি থানা এলাকার বাসিন্দা। এ ঘটনা পুণ্যার্থীদের পরিবারকে জানানো হয়েছে। পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা ঘটনাস্থলে উপস্থিত রয়েছেন। পুলিশ বিষয়টি নিয়ে আরও তদন্ত করছে। মৃতদেহগুলি ময়নাতদন্তের জন্য মাথাভাঙ্গা পুলিশ মর্গে নিয়ে আসা হবে বলে জানা গেছে

সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায়

জলপাইগুড়ির সাংসদ ডাঃ জয়ন্ত কুমার রায় এক শোক বার্তায় বলেন, শীতলকুচি থেকে জল্পেশ যাওয়ার পথে যে মর্মান্তিক ঘটনা তাতে তিনি দু:খিত এবং মর্মাহত। এই মর্মান্তিক ঘটনায় যাদের মৃত্যু হয়েছে তাদের পরিবারের প্রতি সমবেদনা জানান এবং আহতদের অতি দ্রুত আরোগ্য কামনা করেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *