চার সপ্তাহের মধ্যে চুক্তি ভিত্তিতে নিয়োগ হতে চলা ফায়ার অপারেটরদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে বললো আদালত

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ আগস্ট : আগামী চার সপ্তাহের মধ্যে চুক্তি ভিত্তিতে নিয়োগ হতে চলা ফায়ার অপারেটরদের প্রশিক্ষনের ব্যবস্থা করতে হবে। কলকাতা হাই কোর্টের জলপাইগুড়ি সার্কিট বেঞ্চের বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় এমনই নির্দেশ দিয়েছেন বলে শনিবার ফায়ার অপারেটরদের পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত জানিয়েছেন। আদালতের এই নির্দেশে স্বাভাবিক খুশি হাওয়া ওই চাকরি প্রার্থীদের মধ্যে। জানা গেছে আলিপুরদুয়ার জেলায় চুক্তি ভিত্তিতে ফায়ার অপারেটরদের নিয়োগের জন্য ২০১৭ সালে রাজ্য সরকার একটি জিও বের করে। সেই অনুসারে পরীক্ষার মাধ্যমে বেশ কিছু জনকে নির্বাচন করা হয়। এর পরে ২০১৮ সালে ওই একই কাজের জন্য আরো একটি জিও বের করা হয়। সেখানে ৯০ জন পরীক্ষায় পাশ করেন। এদিন চাকরি প্রার্থীদের পক্ষের আইনজীবী সন্দীপ দত্ত বলেন দেখা গেছে ওয়েস্ট বেঙ্গল ফায়ার অ্যান্ড এমারজেন্সি সার্ভিসের পক্ষ থেকে নোটিফিকেশন জারি করে বলা হয় এই নতুন কর্মীদের প্রশিক্ষন দেওয়া হবে ১৫ জানুয়ারি থেকে। এটা ২০২১ সালের কথা। কিন্তু দেখা গেলো ১৫ জানুয়ারির প্রশিক্ষনের ঠিক আগের দিন ১৪ তারিখ নোটিশ দিয়ে বলা হয়, কিছু বিভাগীয় কারণে ওই প্রশিক্ষন স্থগিত রাখা হচ্ছে। এর পরেই একটি আরটিআই করে কেন প্রশিক্ষনের সময় পেছান হলো তার কারণ জানতে চাওয়া হয়। উত্তরে দপ্তর জানায়, এই সংক্রান্ত বিষয়ে হাইকোর্টে ইতিমধ্যে একটি মামলা চলছে। সন্দীপ বাবু বলেন দেখা গেছে যে মামলটি চলছে সেটার সাথে আমাদের বিষয়ের কোন মিল নেই। যে কারণে চলতি বছর জুন মাসে হাই কোর্টে বিচারপতি শুভ্রা ঘোষের এজলাসে একটি মামলা দায়ের করা হয়। সেখানে বিচারপতি একটি রিপোর্ট তলব করেছিলেন। এর পরে সার্কিট বেঞ্চে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই মামলাটির শুনানি হলে, বিচারপতি চার সপ্তাহের মধ্যে প্রশিক্ষনের ব্যবস্থা করতে বলেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *