ভেঙে পড়লো জলপাইগুড়ির বিখ্যাত এই পুজো মন্ডপ

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৫ সেপ্টেম্বর : গতকাল বিকেলের পরে হঠাৎ করেই প্রাকৃতিক দূর্যোগ এবং প্রবল হাওয়ায় ভেঙ্গে পড়লো জলপাইগুড়ি শহর সংলগ্ন আসামমোড় রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজোর মন্ডপ। হাতে আর মাত্র ৭ দিন বাকি তার পর বাঙালির শ্রেষ্ঠ উৎসব দুর্গা পূজা।

The famous puja mandap of Jalpaiguri collapsed

আসামমোড় রিক্রিয়েশন ক্লাবের দুর্গা পুজো এবছর ৫৬ তম বর্ষে পড়লো। এবছরের থিম বিশ্ব শান্তির খোঁজে। গত রাতে ভারি বৃষ্টি এবং ঝোড়ো হাওয়ার কারণে ভেঙ্গে পড়লো পুজো নির্মীয়মান থিম পুজোর মন্ডপ দাবী উদ্যোক্তাদের। উল্লেখ্য পুজো মন্ডপ তৈরির কাজ মাস খানেক থেকেই চলছিল জোরকদমে । প্রাকৃতিক দূর্যোগের ফলে ভেঙ্গে পরে পুজো মন্ডপ। আসামমোড় রিক্রিয়েশন ক্লাবের সম্পাদক নিতাই কর বলেন প্রাকৃতিক দূর্যোগের কারনে এই ঘটনা ঘটেছে। তবে মন্ডপ পুনরায় তৈরি করার জন্য তারা সিদ্ধান্ত নিয়েছেন আরোও অতিরিক্ত দুটি প্যান্ডেল নির্মাতাদের সাহায্য নিয়ে তাদের মন্ডপের কাজ ঝড়ের গতিতে সম্পন্ন করবেন। সেই মোতাবেক পূজো উদ্যোক্তারা শিলিগুড়ির ডেকোরেটারদের সাথে যোগাযোগ করলে তারাও রাজী হয়ে যায়। এরপর মুখে হাসি ফোটে উদ্যোক্তাদের।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *