সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৮ আগস্ট : মোবাইলের টাওয়ার বসানোকে কেন্দ্র করে উত্তেজনা জলপাইগুড়ি শহরে। স্থানীয়দের অভিযোগ, টাওয়ারের জন্য গর্ত খোঁড়ার ফলে পাশের বাড়িতে ফাটল। এছাড়া এলাকাবাসীর কোন অনুমতি না নিয়েই মোবাইল টাওয়ার বসানো হচ্ছে। সেইসাথে এলাকাবাসীদের দাবি, কাজ বন্ধ করার কথা বলায় এলাকাবাসীর ওপর দিয়ে জেসিবি চালিয়ে কাজ করা হবে বলে হুমকি টাওয়ায় কোম্পানির। সুরাহা চেয়ে ইতিমধ্যেই জেলাশাসক, পুরসভার চেয়ারপার্সন, পুলিশ সুপারের দ্বারস্থ হয়েছেন এলাকাবাসীরা। ঘটনাটি ঘটেছে জলপাইগুড়ি শহরের উত্তর রায়কতপাড়ার এলাকায়।
স্থানীয়দের অভিযোগ, যেখানে মোবাইল টাওয়ার হচ্ছে। সেখানে গভীর গর্ত খোঁড়া হয়েছে। পাশেই একটি বাড়ি থাকায় বাড়ির গার্ডওয়ালে ফাটল দেখা গেছে। শৌচাগারে ফাটল ধরেছে। প্রতিবাদ করলে মোবাইল কোম্পানির লোকেরা শাসিয়েছে বলে অভিযোগ। এদিন বৃহস্পতিবার বাধ্য হয়েই স্থানীয়রা কাজ বন্ধ করে দেন। পুরসভার ২ নং ওয়ার্ডের কাউন্সিলরকে জানিয়েও কোন লাভ হয়নি বলে অভিযোগ স্থানীয়দের। তিনি ঘটনাস্থলে আসেননি।অন্যদিকে টাওয়ারের জন্য গর্ত খুঁড়ে যে জমিতে মাটি ফেলা হচ্ছে সেই জমির মালিকের থেকেও কোন অনুমতি নেওয়া হয়নি বলে অভিযোগ।
টাওয়ার কোম্পানির সুপারভাইজার রানা সিং বলেন, অনুমতি নিয়েই কাজ করা হচ্ছে। কেন স্থানীয়রা বাঁধা দিচ্ছেন বুঝতে পারছি না। আমি বিষয়টি উর্ধতন কর্তৃপক্ষকে জানিয়েছি।