অপরাধ রুখতে গোটা শহরকে মুড়ে ফেলা হল সিসি ক্যামেরার নজরে

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৬ এপ্রিল ২০২২ : চুরি ছিনতাই সহ নানান অপরাধ মূলক কাজের পাশাপাশি যানজটের ওপর নজরদারি চালাতে চালু হলো জলপাইগুড়ি পুলিসের বিশেষ কন্ট্রোল রুম।

সিসি টিভি কন্ট্রোল রুমের উদ্বোধনী মঞ্চে বিশিষ্টরা

বিগত কয়েক মাস থেকে চলা জলপাইগুড়ি শহরে প্রকাশ্যে চুরি ছিনতাই এর ঘটনা রুখতে আরো শক্তিশালী পদক্ষেপ নিলো জেলা পুলিশ। শহরবাসী’র নিরাপত্তা সুনিশ্চিত ও জোরদার করতে জেলা পুলিশের উদ্যোগে সদর ট্র‍্যাফিক পুলিশের সহযোগিতায় একশো দশটি সিসি ক্যামেরা বসানো হয়। গোটা শহরকে মুড়ে ফেলা হল সিসি ক্যামেরার নজরে। চালু হলো বিশেষ কন্ট্রোল রুম। পাশাপাশি জনগণের হারানো মোবাইল উদ্ধার করে প্রকৃত মালিকের হাতে তুলে দেওয়া হলো মঙ্গলবার।

ফিতা কেটে উদ্বোধন সিসি টিভি কন্ট্রোল রুমের

এদিন জলপাইগুড়ি কোতয়ালী থানা সংলগ্ন এলাকায় আয়োজিত এক অনুষ্ঠানের মধ্যে দিয়ে একদিকে যেমন উদ্বোধন করা হলো সিসি ক্যামেরায় ধরা পড়া শহরের প্রতিমুহূর্তের ছবি পর্যবেক্ষণ করার জন্য বিশেষ কন্ট্রোল রুমের, তার সাথেই এদিনের অনুষ্ঠানে শহরের বিভিন্ন নাগরিকের হারিয়ে যাওয়া মোবাইল ফোন পুনরুদ্ধার করে মালিকের ব্যাক্তির হাতে তুলে দেওয়া হলো।

সিসি টিভি কন্ট্রোল রুমের উদ্বোধনী ফলক

পুলিশের দাবি, এই সিসি ক্যামেরার মাধ্যমে অপরাধীদের দ্রুত চিহ্নিত করা ও তাঁদের গতিবিধি জানা যাবে। সদর ট্র‍্যাফিক পুলিশের কন্ট্রোল রুমে চোখ রাখলে পুলিশ কর্তারা শহরের সব এলাকার দেখতে পারছেন। কোন ক্যামেরা কোন জায়গায় রয়েছে সেই তথ্য এলসিডি’তে উল্লেখ রয়েছে। যানজট হোক অসামাজিক কাজ ২৪ ঘণ্টা পুলিশের নজরদারিতে থাকবে শহর। এছাড়া দুর্ঘটনা কিভাবে ঘটছে, কোন গাড়ি ট্র‍্যাফিক নিয়ম না মেনে গাড়ি চালাচ্ছেন প্রয়োজনে সেটাও জানতে পারবে পুলিশ।

সিসি টিভি কন্ট্রোল রুমের ভেতরের ছবি

এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ অমিত পি জাভালগি, জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত, বিধায়ক প্রদীপ কুমার বর্মা, অতিরিক্ত পুলিশ সুপার সন্দীপ সেন, পুরসভার চেয়ারম্যান পাপিয়া পাল, ভাইস চেয়ারম্যান সৈকত চ্যাটার্জী সহ অন্যান্যরা।

অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে ডিআইজি বলেন, “এখন গোটা শহরের সর্বক্ষণের গতিবিধির নজর রাখবে পুলিশ উদ্বোধন হওয়া বিশেষ কন্ট্রোল রুম থেকে। এর পাশাপাশি তিনি নিজেদের স্বার্থেই আইন মেনে পথ চলতে আবেদন করেন নাগরিকদের প্রতি।

পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, জলপাইগুড়ি শহরে ১১০টি সিসি ক্যামেরা বসানো হয়েছে, পরবর্তীতে আরো ক্যামেরা বসানো হবে। এই ক্যামেরায় ২৪ ঘন্টা পুলিশের নজরদারি থাকবে। এরপর জলপাইগুড়ি জেলার অন্যান্য পুরসভা এলাকাতেও সিসি ক্যামেরা বসানো হবে।

দেখুন ভিডিওতে

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *