শিলিগুড়ি, ১৩ জুলাই: “দেশে কাজের অভাব নেই, পরিকাঠামো উন্নয়নের সঙ্গে সঙ্গে তৈরি হচ্ছে চাকরির নতুন সুযোগ”—শনিবার শিলিগুড়ির কাশ্মীর কলোনীর রেল অডিটোরিয়ামে আয়োজিত রোজগার মেলায় এমনটাই জানালেন কেন্দ্রীয় সড়ক ও পরিবহন দপ্তরের প্রতিমন্ত্রী অজয় টামটা। তাঁর মতে, দেশে স্কুল, মেডিকেল কলেজ ও শিল্পপ্রতিষ্ঠানের সংখ্যা বাড়ার ফলে তরুণ প্রজন্মের সামনে একাধিক কর্মসংস্থানের পথ খুলছে।

এদিনের রোজগার মেলায় ৭৯ জন প্রার্থীর হাতে নিয়োগপত্র তুলে দেওয়া হয়। এর মধ্যে ৭৫ জন পেয়েছেন রেলে এবং বাকি ৪ জন পোষ্টাল বিভাগে চাকরি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন কাঠিহার ডিভিশনের DRM সুরেন্দ্র কুমার। তিনি জানান, ভবিষ্যতেও আরও কর্মপ্রার্থীকে সুযোগ দেওয়ার পরিকল্পনা রয়েছে।
অনুষ্ঠানে বিশেষভাবে উপস্থিত ছিলেন সাংসদ জয়ন্ত রায়, বিধায়ক শঙ্কর ঘোষ, শিখা চ্যাটার্জি, আনন্দ বর্মন এবং দুর্গা মূর্মূ।
অজয় টামটা এদিন আরও বলেন, “পশ্চিমবঙ্গে রাস্তাঘাটের উন্নয়ন এখন ঐতিহাসিক পর্যায়ে পৌঁছেছে। বহু প্রকল্পে বরাদ্দ করা হয়েছে বিপুল অর্থ।” যদিও তিনি দাবি করেন, রাজ্য সরকারের ‘অসহযোগিতার’ কারণেই কিছু গুরুত্বপূর্ণ প্রকল্প, যেমন রিং রোড, থমকে রয়েছে। তাঁর কথায়, “জমি সমস্যার কারণে রিং রোড তৈরির কাজ আটকে আছে, তবে কেন্দ্র প্রস্তুত।”
সরকারি উদ্যোগে আয়োজিত এই রোজগার মেলায় জনসংখ্যার এক বড় অংশকে আশার আলো দেখানো হল—বিশেষ করে যাঁরা সরকারি চাকরির সুযোগের অপেক্ষায় ছিলেন।