গরুচুরি কাণ্ডে গণপিটুনির অভিযোগে আটক তিনজন

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ আগস্ট : গরুচোর সন্দেহে গনপিটুনিতে মৃত এক। মৃত ওই ব্যক্তি বাংলাদেশি নাগরিক বলে সূত্রের খবর। গণপিটুনির অভিযোগে আটক করা হয়েছে তিন জনকে। ঘটনায় চাঞ্চল্য ছড়িয়েছে জলপাইগুড়ি জেলার রাজগঞ্জ ব্লকের বাংলাদেশ সীমান্ত এলাকা বড়ুয়াপাড়ায়।

খবরে প্রকাশ, মঙ্গলবার গভীর রাতে রাজগঞ্জ ব্লকের ভারত বাংলাদেশ সীমান্ত এলাকার কুকুরযান অঞ্চলের বড়ুয়া পাড়ার বাসিন্দা নৃপেন রায়ের বাড়িতে গরু চুরি করতে ঢোকে কয়েকজন দুষ্কৃতী। বাড়ির লোক টের পেয়ে ধাওয়া করলে অধিকাংশ সীমান্ত পেরিয়ে পালিয়ে গেলেও একজন লুকিয়ে যায় স্থানীয় একটি চা বাগানে বলে স্থানীয় সূত্রে দাবি। এরপর স্থানীয় বাসিন্দারা চা বাগান ঘিরে রাখে। আজ ভোরের আলো ফুটলে তাকে চা বাগান থেকে খুঁজে বের করে নিয়ে আসতে গেলে উত্তেজিত জনতা চড়াও হয়ে বেধড়ক মারধর শুরু করলে তার মৃত্যু হয় বলে খবর। পুলিশ সুত্রে জানা গেছে মৃত ব্যাক্তির নাম মহম্মদ সালাম। তার বাড়ি বাংলাদেশের পঞ্চগড় জেলায়। এই মৃত্যুর ঘটনার সাথে জড়িত থাকার অভিযোগে ৩ জনকে আটক করেছে রাজগঞ্জ থানার পুলিশ।

স্থানীয় বাসিন্দা নৃপেন রায় বলেন, রাতে তার বাড়িতে এসেছিল কয়েকজন দুষ্কৃতকারী। গরু চুরি করে নিয়ে যাচ্ছিল। তাদেরকে ধাওয়া করলে চা বাগানে গরু ফেলে পালায় তারা। কয়েকজন সীমান্ত পেরিয়ে পালালেও একজন চা বাগানে ছিল বলে তিনি জানান।

এ বিষয়ে আজ উত্তরবঙ্গ উন্নয়নমন্ত্রী উদয়ন গুহ বিএসএফের ভূমিকা নিয়ে প্রশ্ন তোলেন। তিনি বলেন, এইভাবে কাউকে মারা যায় না। আর কাঁটাতার পেরিয়ে দুষ্কৃতীরা কিভাবে এপারে ঢুকলো তা নিয়ে প্রশ্ন রয়েছে। সীমান্ত এলাকায় বিএসএফের মদত ছাড়া গরু পাচার হতে পারে না বলে কটাক্ষ করেন তিনি।

অন্যদিকে রাজগঞ্জের বিধায়ক খগেশ্বর রায় বলেন, বিষয়টি খোঁজ নিয়ে দেখব। এভাবে কোনো মানুষকে মেরে ফেলা যায় না। বিএসএফের ভূমিকা নিয়েও প্রশ্ন তোলেন তিনি।

জলপাইগুড়ি পুলিশ সুপার দেবর্ষি দত্ত বলেন, ঘটনায় ৩ জনকে গ্রেফতার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *