তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানোর দাবী তুলল কংগ্রেস

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ জুলাই ২০২২ : শিক্ষক নিয়োগে দুর্নীতির সঙ্গে যুক্ত সন্দেহে এবার সিবিআই জেরা করলো উত্তরবঙ্গের এক তৃণমূল নেতাকে। জলপাইগুড়ি ডুয়ার্সের এই তৃণমূল নেতার নাম পঞ্চানন রায়, পেশায় তিনি প্রাথমিক শিক্ষক। পাশাপাশি তিনি ক্রান্তি পঞ্চায়েত সমিতির সভাপতি পদে রয়েছেন এবং রাজ্য প্রাথমিক শিক্ষা পর্ষদেরও সদস্য। শনিবারই তাঁকে কলকাতার সিবিআইয়ের দফতর নিজাম প্যালেসে টানা তিন ঘন্টা ধরে জেরা করা হয়।

শিক্ষক নিয়োগে দুর্নীতি, মন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়ের গ্রেফতারি প্রসঙ্গে জলপাইগুড়ি জেলা কংগ্রেসের অভিযোগ, তৃণমূলের শুধু রাজ্য স্তরের নেতা নয়, বুথ স্তর থেকে শুরু করে সব জায়গায় নেতারা দুর্নীতির সঙ্গে যুক্ত। জেলা কংগ্রেস দাবী তুলল, তৃণমূল সুপ্রিমোর কালীঘাটের বাড়ি ঘেরাও করে তল্লাশি চালানোর।

কংগ্রেসের জলপাইগুড়ি জেলা সভাপতি পিনাকী সেনগুপ্ত শনিবার বলেন,”তৃণমূলের সুপ্রিমোর কালীঘাটের বাড়ি তল্লাশি চালালে কুড়ি কোটি নয়, কুড়িশো কোটি টাকা উদ্ধার হবে। দুর্নীতির টাকা দিয়ে সমাজের দুষ্কৃতীদের কাজে লাগিয়ে বিরোধীদের উপর হামলা চালানো হচ্ছে বলে অভিযোগ। শুধু ক্রান্তির পঞ্চায়েত সমিতির সভাপতি নয়, শুধুমাত্র ডিপিএসসি’র সদস্য নয়৷ তৃণমূলের শিক্ষক সংগঠন যারা করেন সকলেই দুর্নীতিগ্রস্ত। শিক্ষক বদলীতে টাকা নেয়, স্কুল কামাই দিয়ে টাকা নেয় সংগঠনের নেতারা। পাঁচশো, হাজার টাকায় নিজেদের কন্ঠ বন্ধ না করে সাধারণ মানুষকে রাস্তায় নামার বার্তা দিলেন তিনি।

এ নিয়ে পশ্চিমবঙ্গ তৃণমূল প্রাথমিক শিক্ষক সমিতির জলপাইগুড়ি সভাপতি স্বপন বসাক জানান,” পিনাকী বাবু নিজেও একজন শিক্ষক। তিনি জানেন অন লাইনে শিক্ষক বদলী হয়, দুর্নীতির কোনো বিষয় নেই। স্কুল কামাই দিলে প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করার দাবিতে আমরাই স্মারকলিপি দিয়েছি। রাজ্য জুড়ে যে দুর্নীতির অভিযোগ তোলা হচ্ছে। এটা আইনি বিষয়। আইন আইনের মত চলবে। এই বিষয়ে আমাদের কোনো মন্তব্য নেই।”

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *