জলপাইগুড়ি, ১৩ জুলাই ২০২৫ : শ্রাবণ সন্ধ্যায় সাহিত্যের আবহে সম্পন্ন হল এক অন্তরঙ্গ, গভীর অনুভবে ভরা বই প্রকাশ অনুষ্ঠান। আজ আনুষ্ঠানিকভাবে প্রকাশিত হল জলপাইগুড়ি নিউজ-এর প্রতিষ্ঠাতা সম্পাদক, কবি, সাংবাদিক ও কথাশিল্পী পিনাকী রঞ্জন পালের লেখা দুটি একক গ্রন্থ – “আঁকড়ে ধরা বারণ” (কবিতা সংকলন) এবং “শেষ রাতের ডাক” (অণুগল্প সংকলন)। এর পাশাপাশি পাঠকের হাত ছুঁয়ে গেল তাঁর সম্পাদিত ই-বুক “সাহিত্যের আলো” -র বর্ষা সংখ্যা ২০২৫।

গভীর সাহিত্যসন্ধ্যার সাক্ষী হয়ে রইল বর্ষীয়ান সাহিত্যপ্রেমী নির্মল কুমার ঘোষের মুহুরী পাড়ার বাসগৃহ, যেখানে রবিবার সন্ধ্যায় একান্ত এক আবহে আয়োজিত হয় প্রকাশনা অনুষ্ঠান। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট ইতিহাসবিদ এবং অধ্যাপক ডঃ আনন্দগোপাল ঘোষ, যিনি বইগুলির শুভ উদ্বোধন করেন।

তাঁর কণ্ঠে উঠে আসে বইগুলির অন্তর্নিহিত মানবিকতা ও শিল্পসত্তার প্রশংসা – “এই প্রজন্ম যখন কণ্ঠরুদ্ধ, তখন কেউ কেউ এখনো কলম তুলে নিচ্ছে। ‘আঁকড়ে ধরা বারণ’ একান্ত আত্মাভিযান, আর ‘শেষ রাতের ডাক’ – এ যেন রাতের নিস্তব্ধতায় উচ্চারিত এক দীর্ঘশ্বাস।”

তিনি আরো বলেন, “পিনাকীর লেখায় সময়ের নীরবতা ও শব্দের গভীরতা একসাথে ধরা দেয়। তার কবিতাগুলি যেমন আত্মমগ্ন, তেমনি তার গল্পগুলি সমাজের নীরব কোণ ছুঁয়ে যায়।”
অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সাহিত্যপ্রেমী অরুণকুমার, নির্মল কুমার ঘোষ, সবিতা সরকার, মনিকা ঘোষ, ঋষি চক্রবর্তী এবং স্বয়ং লেখক পিনাকী রঞ্জন পাল। সকলেই বইগুলির বিষয়বস্তু, ভাষা, ভাবনার গভীরতা নিয়ে উচ্ছ্বসিত প্রশংসা করেন।

“আঁকড়ে ধরা বারণ” কবিতায় মনোজগতের সূক্ষ্ম কাঁপন তুলে ধরে, আর “শেষ রাতের ডাক” অণুগল্পের আবরণে সমাজের নিঃশব্দ সত্তাগুলিকে উন্মোচিত করে।
“সাহিত্যের আলো” বর্ষা সংখ্যা পাঠকদের কাছে যেমন নতুন প্রতিভার পরিচয় এনে দেয়, তেমনি সাহিত্যের প্রতি ভালোবাসার সেতুবন্ধ গড়ে তোলে।

এই সন্ধ্যা ছিল কেবল বই প্রকাশ নয়, এক গোষ্ঠীবদ্ধ অনুভবের- যেখানে শব্দ, সাহিত্য আর সৃষ্টি একাত্ম হয়েছিল।