মহিলাদের বাড়তি নিরাপত্তায় জলপাইগুড়িতে মহিলা পুলিসের উইনার্স স্কোয়াড

নিজস্ব সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ মে ২০২২ : মহিলাদের বাড়তি নিরাপত্তায় জলপাইগুড়িতে আজ থেকে কাজ শুরু করলো মহিলা পুলিসের উইনার্স স্কোয়াড।

জলপাইগুড়ি শহরের স্কুল ও কলেজের সামনে ছাত্রীদের ইভটিজিং করার অভিযোগ মাঝে মধ্যেই শোনা যায়। এছাড়াও শহরে দিনদুপুরে ছিনতাইয়ের অভিযোগ উঠছে প্রায় দিনই। মুখ্যমন্ত্রীর নির্দেশে এখন থেকে শহরে ইভটিজিং থেকে শুরু করে যে কোন অসামাজিক কিংবা অপরাধমূলক ঘটনার খবর পেলে পৌঁছে যাবে জলপাইগুড়ি মহিলা পুলিসের উইনার্স স্কোয়াডের সদস্যরা (winners squad)। এই স্পেশাল উইনার্স টিমে ২০ জন থাকছেন মহিলারা পুলিশ কালো পোশাকে। কারও যদি কোন অভিযোগ থাকে তাহলে ৯০৮৩২৭০৫১৭ নম্বরে ফোন করার পরামর্শ দিলেন জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত। ছাত্রীদের নিরাপত্তা জোরদার করতে অল্প বয়েসের মহিলা পুলিশকে কাজে লাগাতে চলছে জেলা পুলিশ। মঙ্গলবার জেলা পুলিশের উদ্যোগে শহরের থানা মোড়ে এক কর্মসূচীর মধ্য দিয়ে এই টিমের উদ্বোধন করা হল। এই টিমে নিযুক্ত হওয়া মহিলা পুলিশদের এদিন স্কুটি তুলে দেওয়া হল৷ সেই গাড়িতে ইভটিজিং ও অসামাজিক কাজ রুখতে শহরে টহল দেবেন টিমের মহিলারা৷

Women's Police Winners Squad in Jalpaiguri for women's safety

জেলা পুলিশ সুপার দেবর্ষি দত্ত জানান, জলপাইগুড়ি শহরকে বেশ কয়েকটি বিটে ভাগ করা হয়েছে, মূলত বিভিন্ন কাজে রাস্তায় বার হওয়া মহিলা এবং তরুণীদের বিভিন্ন অপরাধমূলক আঘাতের হাত থেকে দ্রুত রক্ষা করার উদ্দেশ্যে নিয়েই কাজ করবে স্কুটি নিয়ে কর্তব্যরত মহিলা পুলিশ কর্মীরা। যেমন, বেশি সংখ্যায় জমায়েত হয় এমন জায়গাগুলো সহ স্কুল ,কলেজ প্রভৃতি এলাকায় নারী সুরক্ষার বিষয়টিকে নিশ্চিত করবে এই বিশেষ স্কোয়াডের কর্মীরা। এদিনের অনুষ্ঠানের উপস্থিত ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, ডিআইজি জলপাইগুড়ি রেঞ্জ অমিত পি জাভালগি, পুলিশ সুপার দেবর্ষি দত্ত, জেলা পরিষদের সভাধিপতি উত্তরা বর্মণ, এসডিও সুদীপ পাল সহ অন্যান্য পুলিশ অফিসাররা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *