জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালে কর্মবিরতি রেখে আন্দোলনে কর্মীরা

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ আগস্ট : নিত্য প্রয়োজনীয় জিনিসের দাম আকাশছোঁয়া, এই পরিস্থিতিতে বেতন বাড়ে না ও সময় মত বেতন হয় না বলে অভিযোগ। এর প্রতিবাদে জলপাইগুড়ি সুপার স্পেশ্যালিটি হাসপাতালের সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় ও ওয়ার্ড গার্লরা কর্মবিরতি রেখে আন্দোলনে নামলেন শুক্রবার। এদিন সকাল থেকে হাসপাতালের মূল প্রবেশ পথের সামনে বিক্ষোভ দেখালেন কর্মীরা।

Workers on strike at Jalpaiguri Super Specialty Hospital

জলপাইগুড়ি সুপার স্পেশালিটি হাসপাতালে ঠিকাদারের অধীনে প্রায় আড়াই’শো কর্মী আছেন। কারও বেতন সাত হাজার, আবার অনেকে আট হাজার টাকা বেতন পান। সাফাই কর্মী, নিরাপত্তা রক্ষী, ওয়ার্ড বয় ও ওয়ার্ড গার্লরা আছেন। প্রতিমাসে ১০ তারিখের পরে তারা বেতন পান। আবার কখনো কখনো ১০ তারিখ পেরিয়ে যায়। আন্দোলনকারীদের দাবি, ছয় বছর আগে তারা কাজে যোগ দিয়েছিলেন। সেই সময় নিত্য প্রয়োজনীয় সামগ্রী চাল, ডাল, রান্নার গ্যাসের দাম যা ছিল বর্তমানে তা দুইগুন থেকে তিনগুন হয়েছে। কিন্তু তাদের বেতন সামান্যই বেড়েছে। এদিকে পর্যান্ত কর্মী নেই, কাজ বাড়ছে। নো ওয়ার্ক নো পেমেন্ট নিয়ম রয়েছে। এই পরিস্থিতিতে কর্মীরা সংসার চালাতে পারছেন না। বেতন বৃদ্ধি, সঠিক সময়ে বেতন ও কিছু ওয়ার্ডে কর্মী নিয়োগে দাবিতে এ দিনের আন্দোলন বলে জানালেন আন্দোলনকারীদের পক্ষে সোমা রায়।

আরও এক কর্মী পিংকি দাস বলেন, আমাদের কাজ প্রতিদিন বাড়ছে। বেতন বাড়ছে না। কি করব বাধ্য হয়ে কাজ করছি। প্রতিমাসে বেতন নিয়ে সমস্যা হচ্ছে। আমারা চাই আমাদের দাবি পূরণ করা হোক। আন্দোলন যেন আর না করতে হয়। হাসপাতাল কর্তৃপক্ষ আশ্বাস দিয়েছে, কর্মীদের দাবি ও সমস্যা নিয়ে ঠিকাদার সংস্থার সঙ্গে কথা বলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *