বিকাশ সরকার, হলদিবাড়ি : বক্সীগঞ্জের পর এবার পারমেখলিগঞ্জেও শুরু হল ‘চলো স্কুল পড়াই’ অভিযান। এদিন পারমেখলিগঞ্জের বেশ কয়েকটি বিদ্যালয়ের শিক্ষকরা নিজস্ব উদ্যোগে নিজেদের বিদ্যালয়ের পড়ুয়াদের পড়ান। করোনাবিধি মেনে শারীরিক দূরত্ব বজায় রাখা সহ মাস্ক পড়েই পঠনপাঠন চলে মাঠে।

বঙ্গীয় প্রাথমিক শিক্ষক সমিতির হলদিবাড়ি চক্রের সহ সম্পাদক আলমগির রহমান জানান,আমরা করোনাবিধি মেনে অবিলম্বে বিদ্যালয়ে পঠনপাঠন শুরুর দাবি জানিয়ে আসছি। যতদিন বিদ্যালয়ে পঠনপাঠন শুরু না হচ্ছে আমরা ব্যক্তিগত উদ্যোগে পড়ুয়াদের স্বার্থে পড়ুয়াদের পড়িয়ে যাব।