জলপাইগুড়ি : নাবালিকাকে ধর্ষণের অপরাধে অভিযুক্ত ব্যক্তিকে ২০ বছরের সশ্রম কারাদণ্ড দিল জলপাইগুড়ির বিশেষ পকসো আদালত। শনিবার এই রায় ঘোষণা করেন বিচারক রিন্টু সুর। একইসঙ্গে নির্দেশ দেওয়া হয়েছে ৫০ হাজার টাকা জরিমানার, যা অনাদায়ে পরিণত হবে অতিরিক্ত দু’মাসের কারাদণ্ডে।

ঘটনাটি ২০২১ সালের, ময়নাগুড়ি থানার অন্তর্গত। অভিযোগ দায়েরের পর অভিযুক্তকে গ্রেফতার করে পুলিশ এবং পকসো আইনে মামলা রুজু করে। দীর্ঘ বিচার প্রক্রিয়ায় ৯ জন সাক্ষীর বক্তব্য ও প্রমাণ বিচার করে আদালত অভিযুক্তকে দোষী সাব্যস্ত করে।

পকসো আদালতের সহকারী সরকারি আইনজীবী দেবাশিস দত্ত জানান, শুধু সাজা নয়, ক্ষতিগ্রস্ত নাবালিকার পুনর্বাসনের জন্য ৫ লক্ষ টাকা ক্ষতিপূরণ প্রদানের নির্দেশ দেওয়া হয়েছে জেলা লিগ্যাল সার্ভিস অথরিটিকে। এই রায় নিঃসন্দেহে সমাজে একটি কড়া বার্তা পাঠাল—নাবালিকাদের প্রতি অপরাধ করলে কোনও রকম রেয়াত নেই।
এই রায় আইনের শাসনের প্রতি আস্থা আরও দৃঢ় করল বলেই মনে করছেন বহু মানুষ।