জলপাইগুড়ি : আগামী ১৩ ও ১৪ ডিসেম্বর জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্স (SAI) মাঠে অনুষ্ঠিত হতে চলেছে তৃতীয় বার্ষিক রাজ্য স্তরের খেলার আসর। ‘অভ্যুদয় ইয়ুথ ক্লাব’-এর উদ্যোগে এবং ‘একল অভিযান’-এর পরিচালনায় এই প্রতিযোগিতায় রাজ্যের ১৫টি জেলার প্রান্তিক এলাকার প্রায় ৫০০ জন আদিবাসী ও পিছিয়ে পড়া জনজাতির অনূর্ধ্ব ১৬ বছরের ছাত্র-ছাত্রী অংশ নেবে।
আজ জলপাইগুড়ি প্রেস ক্লাবে এক সাংবাদিক বৈঠকে আয়োজক সংগঠনের পক্ষে হিরন্ময় মাহাতো জানান, এই খেলার উদ্দেশ্য প্রতিভাবান খেলোয়াড়দের সুযোগ করে দেওয়া। উপস্থিত ছিলেন পার্থ বিশ্বাস, সুজিত কান্তি পাল, রাজেশ আগরওয়াল, এবং জয়ন্ত কর সহ অন্যান্যরা।
খেলার প্রাক্কালে আগামীকাল একটি শোভাযাত্রার আয়োজন করা হয়েছে। শোভাযাত্রাটি শহরের মিলন সংঘ থেকে শুরু হয়ে বেগুনটারী থানা মোড় এবং দিনবাজার হয়ে পুনরায় মিলন সংঘে গিয়ে শেষ হবে।
খেলাগুলিতে ১০০ মিটার, ২০০ মিটার, ৪০০ মিটার দৌড়, লং জাম্প, হাই জাম্প, কবাডি, যোগব্যায়াম এবং কুস্তি অন্তর্ভুক্ত রয়েছে। রাজ্যের প্রত্যন্ত গ্রামাঞ্চলে অবস্থিত একল বিদ্যালয়ের ছাত্রছাত্রীরা এই খেলায় অংশগ্রহণ করবে। একল বিদ্যালয়ের আওতায় বর্তমানে ৪৪৩০টি স্কুল পরিচালিত হচ্ছে, যা মূলত গ্রামীণ ও আদিবাসী সম্প্রদায়ের উন্নতিতে সহায়তা করে।
হিরন্ময় মাহাতো জানান, “এই ধরনের উদ্যোগ গ্রামীণ ও পিছিয়ে পড়া এলাকার ছাত্রছাত্রীদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়াতে সহায়ক। পাশাপাশি, প্রতিভা বিকাশের ক্ষেত্রেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে।”
জলপাইগুড়ি স্পোর্টস কমপ্লেক্সে (SAI) আধুনিক সুযোগ-সুবিধা থাকায় খেলোয়াড়দের দক্ষতা প্রদর্শনের জন্য এটি আদর্শ স্থান বলে আয়োজকরা মত প্রকাশ করেছেন।
দুই দিনব্যাপী এই আসরে জেলার খেলাপ্রেমীদের মধ্যে ব্যাপক উৎসাহ দেখা দিয়েছে।