শিলিগুড়ি, খড়িবাড়ি সীমান্ত : অবৈধভাবে নেপালে প্রবেশের চেষ্টা করছিল ৬ মায়ানমার নাগরিক। শেষ মুহূর্তে পানিট্যাঙ্কি সীমান্তে সন্দেহজনক গতিবিধির কারণে এসএসবি’র জওয়ানরা তাদের আটক করে। ধৃতদের মধ্যে একজন মহিলা রয়েছে।

সূত্রের খবর, ভারত-নেপাল সীমান্ত পেরোনোর আগে এসএসবি সদস্যদের নজরে আসে তিনজন তরুণ-তরুণী। প্রাথমিকভাবে জেরা করতেই অসঙ্গতিপূর্ণ উত্তর দিতে শুরু করে তারা। কিছু সময় পর আরও তিনজনকে আটক করা হয়। সন্দেহ আরও ঘনীভূত হয়, যখন তারা ভারতীয় আধার কার্ড দেখায়। পরে কড়া জিজ্ঞাসাবাদে স্বীকার করে, তারা আসলে মায়ানমারের নাগরিক, এবং অবৈধভাবে ভারতে প্রবেশ করে দিল্লিতে জাল আধার কার্ড তৈরি করেছিল।

এসএসবি’র তরফে জানানো হয়েছে, ধৃতরা নিজেদের কলেজ পড়ুয়া বলে দাবি করেছে, কিন্তু তাদের কাছে কোনো পাসপোর্ট বা বৈধ ভিসা মেলেনি। ফলে বেআইনি অনুপ্রবেশ এবং পরিচয়পত্র জালিয়াতির অভিযোগে তাদের খড়িবাড়ি থানার পুলিশের হাতে তুলে দেওয়া হয়েছে।
আজই ধৃতদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয়, এবং তদন্তকারীরা জানাচ্ছেন, এই ঘটনায় আরও কেউ জড়িত আছে কিনা এবং কিভাবে তারা সীমান্ত পেরিয়ে দিল্লি পর্যন্ত পৌঁছাল, তা খতিয়ে দেখা হচ্ছে। সীমান্ত নিরাপত্তা নিয়ে উঠছে প্রশ্ন, আর এই ঘটনায় ফের একবার আলোচনায় জাল পরিচয়পত্রের কালোবাজারি।