বিজেপির বিক্ষোভ কর্মসূচি ঘিরে ব্যারাকপুরে তীব্র উত্তেজনা

বিশ্বজিৎ নাথ, জলপাইগুড়ি : ব্যারাকপুর শিল্পাঞ্চল জুড়ে আইন-শৃঙ্খলার অবনতির প্রতিবাদে ও ব্যারাকপুরে সোনার দোকানের মালিকের ছেলেকে খুনের প্রতিবাদে সোমবার বিকেলে ব্যারাকপুর আনন্দপুরী স্টেট ব্যাঙ্ক মোড় থেকে ব্যারাকপুর পুলিশ কমিশনারেট অফিস অভিযানের ডাক দিয়েছিল বিজেপির ব্যারাকপুর জেলা। এদিন প্রতিবাদী মিছিল চিড়িয়া মোড় পৌঁছতেই পুলিশ ব্যারিকেড করে সেই মিছিল আটকে দেয়। সেখানে পুলিশের সঙ্গে বিক্ষোভ কারীদের ধস্তাধস্তি হয়। তারপর বিক্ষোভ কারীরা ব্যারিকেড ভেঙে পুলিশ কমিশনারেটের অফিস পর্যন্ত পৌঁছয়। মিছিল শেষে তারা সেখানে কিছুক্ষন বিক্ষোভ প্রদর্শন করেন।

তারপর পাঁচজনের প্রতিনিধি দল কমিশনার অফিসে স্মারকলিপি জমা দেন। উক্ত মিছিলে সামিল হয়ে ব্যারাকপুর জেলার সভাপতি সন্দীপ ব্যানার্জি দাবি করলেন, পুলিশ কমিশনারেট সাধারণ মানুষের বদলে শাসকদলের নেতাদের নিরাপত্তা দিতে ব্যস্ত। পুলিশ এখন তৃণমূলের শাখা সংগঠন হয়ে কাজ করছে। অপরদিকে রাজ্যের মহিলা মোর্চার সভানেত্রী ফাল্গুনী পাত্র বলেন, ব্যারাকপুর গুলি কাণ্ডে আসল অপরাধীরা ধরা পড়বে কিনা সন্দেহ।

There is intense tension in Barrackpore around BJP's protest program

পুলিশ হয়তো আসল অপরাধীদের আড়াল করার চেষ্টা করছে। এদিনের ডেপুটেশন কর্মসূচিতে উপস্থিত ছিলেন বিভাগ ইনচার্জ কৃষ্ণেন্দু মুখার্জি, এসসি মোর্চার রাজ্য সভাপতি সুদীপ দাস, ব্যারাকপুর জেলার সাধারণ সম্পাদক যথাক্রমে আবিষ্কার ভট্টাচার্য ও ময়ূরী চক্রবর্তী, জেলা সম্পাদক পল্লব কান্তি দাস, প্রাক্তন কাউন্সিলর মিলন কৃষ্ণ আশ-সহ অন্যান্য নেতৃবৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *