এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ ঘোষণা করে দিল রাজ্য নির্বাচন কমিশন

ডিজিটাল ডেস্ক : অবশেষে প্রতীক্ষার অবসান। ঘোষণা হয়ে গেল পশ্চিমবঙ্গের পঞ্চায়েত নির্বাচনের দিনক্ষণ। বুধবার দায়িত্ব নিয়েই বৃহস্পতিবার রাজ্যের নতুন মুখ্য নির্বাচন কমিশনার রাজীব সিংহ সাংবাদিক সম্মেলন করে ঘোষণা করলেন পঞ্চায়েত ভোটের দিনক্ষণ। দার্জিলিং ও কালিঙপং এ দ্বিস্তর এবং বাকি রাজ্যে ত্রিস্তর পঞ্চায়েত ভোটগ্রহণ হবে আগামী ৮ জুলাই, শনিবার। মনোনয়ন জমা নেওয়া শুরু হবে ৯ জুন, শুক্রবার অর্থাৎ আগামীকাল থেকে। মনোনয়ন জমা নেওয়া হবে ১৫ জুন, বৃহস্পতিবার পর্যন্ত। আজ থেকেই লাঘু হয়ে গেল নির্বাচনী বিধি। ভোট গণনা করা হবে ১১ জুলাই, মঙ্গলবার।

এ রাজ্যে মোট ২২ টি জেলায় ৩৩১৭টি গ্রাম পঞ্চায়েত আছে। গ্রাম পঞ্চায়েত নির্বাচন কেন্দ্রের সংখ্যা ৫৮ হাজার ৫৯৪টি। মোট পঞ্চায়েত আসনের সংখ্যা ৬৩ হাজার ২৮৩ টি। ৮ জুলাই মানে আষাঢ় মাসের শেষ সপ্তাহ। অর্থাৎ ভরা বর্ষাতেই অনুষ্ঠিত হবে এবারের পঞ্চায়েত ভোট। বর্ষায় ভোট দিতে গ্রামগঞ্জে সমস্যা হতে পারে বলে আশঙ্কা করছেন অনেকেই। আগামী ৮ জুলাই একদফাতেই রাজ্যের ২২ জেলার ৬৩ হাজার ২৮৩টি আসনে ভোট গ্রহণ করা হবে।

সূত্র আনন্দবাজার

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *