বিশ্বজিৎ নাথ, কলকাতা : গণতন্ত্রকে ধ্বংস করেছে মমতার সরকার। সোমবার এমনটাই দাবি করলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। এদিন কলকাতায় সাংবাদিকদের মুখোমুখি হয়ে শুভেন্দু অধিকারী বলেন, মমতার নেতৃত্বে ১২ বছর ধরে ভোটের নামে দুর্বৃত্তায়ন চলছে। মানুষের ভোটাধিকার কেড়ে নেওয়া হচ্ছে। পঞ্চায়েত নির্বাচনে শাসকদলের বিরুদ্ধে চোখে চোখ রেখে লড়াই করার হুঁশিয়ারি দিলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বলেন, লড়াই হবে ইঞ্চিতে ইঞ্চিতে। দেখিয়ে দেব, বুঝিয়ে দেব লড়াই কাকে বলে। তার দাবি, যেখানে কেন্দ্রীয় মন্ত্রীর নিরাপত্তা নেই। সেখানে সাধারণ ভোটারদের জন্য চেষ্টা আর লড়াই ছাড়া এই মুহূর্তে বলার কিছুই নেই।
