জলপাইগুড়ি জেলায় চলে এলো কেন্দ্রীয় বাহিনী

সংবাদদাতা, জলপাইগুড়ি : আগামী ৮ই জুলাই রাজ্যে এক দফায় অনুষ্ঠিত হতে চলেছে পঞ্চায়েত ভোট। এই ভোটকে কেন্দ্র করে উত্তাল হয়ে আছে রাজ্য রাজনীতি। ভোটে কেন্দ্রীয় বাহিনীকে ব্যবহার করা নিয়েও সরগরম রাজ্য রাজনীতি। হয়েছে একাধিক মামলাও।

রাজ্য নির্বাচন কমিশন কোর্টের নির্দেশের পর প্রথমে ২২ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চেয়েছিল ২২টি জেলার জন্য। পরে বিরোধীদের করা মামলায় রায়ে বিচারপতি জানান, ২০১৩ সালের ভোটের থেকে কম বাহিনী মেতায়েন করা যাবে না।

এই নির্দেশের পর রাজ্য নির্বাচন কমিশন আরো ৮০০ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চায়। এরপর প্রথম দফায় শুক্রবার কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক পঞ্চায়েত ভোটের জন্য ৩১৫ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী বরাদ্দ করে। আর বাকি বাহিনীও শীঘ্রই বরাদ্দ করা হবে বলে সূত্রের খবর। আর ইতিমধ্যেই কেন্দ্রীয় বাহিনী রাজ্যে আসতে শুরু করেছে। শুক্রবারই এক কোম্পানি কেন্দ্রীয় বাহিনী চলে আসে জলপাইগুড়ি জেলার জন্য।

Central forces moved to Jalpaiguri district

অবাধ ও শান্তিপূর্ণ পঞ্চায়েত ভোট করানোর জন্য শুক্রবার সন্ধ্যায় জলপাইগুড়ি রানীনগর পঞ্চায়েত দপ্তরের প্রশিক্ষণ কেন্দ্রে এলো উত্তরপূর্ব ভারত থেকে ITBP এক কোম্পানি জওয়ান। জলপাইগুড়ি জেলার পুলিশ সুপার খন্ডবাহালে উমেশ গনপত জানিয়েছেন, শুক্রবার থেকেই জেলায় কেন্দ্রীয় বাহিনী আসতে শুরু করবে। আর শনিবার থেকে জেলায় কেন্দ্রীয় বাহিনী রুটমার্চ শুরু করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *