সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৩ জুলাই’২৩ : জলপাইগুড়ির বাহাদুর গ্রাম পঞ্চায়েতের বিভিন্ন চা বাগান এলাকার শ্রমিকরা তৃণমূল ছেড়ে বিজেপিতে যোগদান করলেন। রবিবার বিকেলে আনুষ্ঠানিকভাবে বিজেপিতে যোগদান করেন তারা। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বিজেপির জলপাইগুড়ি জেলা যুব মোর্চা সভাপতি পলেন ঘোষ সহ বিভিন্ন নেতারা। 
পলেন ঘোষ বলেন, পঞ্চায়েত নির্বাচনের আগে জলপাইগুড়ি সদর ব্লকের বাহাদুর গ্রাম পঞ্চায়েতের ভেজাবাড়ি চা বাগান এলাকায় তৃণমূল শ্রমিক ইউনিয়নের নেতৃত্ব জোর করে বিজেপি কর্মীদের ছিনিয়ে নিয়েছিল। তৃণমূল দলে যোগদান করানো হয়েছিল তাদের। তবে বিজেপি ছেড়ে যারা তৃণমূল দলে যোগদান করেছিলেন তারা নিজেদের ভুল বুঝতে পেরে ফের বিজেপিতে চলে এসেছেন। আজ তাদের দলে বহু মানুষ যোগ দিয়েছেন। তিনি আরো বলেন, আগামী লোকসভা নির্বাচনের আগে জলপাইগুড়ির আরও অনেক চা বাগান শ্রমিকরা বিজেপিতে চলে আসবেন।
116