চাঁদে নামল চন্দ্রযান ৩, ইতিহাস গড়ল ভারত

ডিজিটাল ডেস্ক, ২৩ আগস্ট’২৩ : চাঁদের মাটিতে সফল ভাবে অবতরণ করল চন্দ্রযান-৩ এর ল্যান্ডার বিক্রম। আজ অর্থাত্‍ ২৩ অগস্ট, সন্ধ্যা ৬টা ৪ মিনিটে চাঁদে অবতরণ করল বিক্রম। চাঁদের মাটির কিছুটা উপর ত্থেকে গতি কমিয়ে চাঁদের মাটিতে নামে ল্যান্ডারটি। সেইসাথে ইতিহাস গড়লো ভারত।

দক্ষিণ আফ্রিকার জোহানেসবার্গ থেকে ব্রিকস সম্মেলন শেষ করে দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই ঘটনার সাক্ষী থাকলেন। চাঁদের মাটিতে বিক্রম নামার পরেই জাতীয় পতাকা নাড়িয়ে উচ্ছাস প্রকাশ করেন তিনি। তারপর ভাষণ দিতে শুরু করেন। ভাষণে তিনি বলেন, এক ঐতিহাসিক মুহূর্তের সাক্ষী থাকলাম। ভারত আমাদের মা, আর চাঁদ আমাদের মামা। এতদিন চাঁদ মামা অনেক দূরে ছিল। কিন্তু এখন আমাদের হাতের মুঠোয়। সারা দেশ শুধু নয় গোটা বিশ্ব আজ তাকিয়ে ছিল চন্দ্রযান-৩ এর দিকে। ভারতের এই সাফল্য সকলেই প্রত্যক্ষ করেছেন।

এবার চন্দ্রযান-৩ এর ভিতর থেকে বার হবে রোভার প্রজ্ঞান। রোভারের সঙ্গে থাকবে একাধিক দিকনির্দেশক স্বয়ংক্রিয় ক্যামেরা। চাঁদের মাটিতে অনুসন্ধান চালাবে সে। চাঁদের মাটিতে প্রজ্ঞানই এঁকে দেবে ভারতের জাতীয় পতাকা এবং ইসরোর লোগো। প্রজ্ঞান চাঁদ থেকে যা যা তথ্যসংগ্রহ করবে, তার সব কিছুই পাঠিয়ে দেবে ল্যান্ডার বিক্রম। বিক্রম সেই বার্তা পাঠাবে পৃথিবীতে।

উল্লেখ্য, গত ১৪ জুলাই অন্ধ্রপ্রদেশের শ্রীহরিকোটার সতীশ ধাওয়ান স্পেস সেন্টার থেকে চাঁদের উদ্দেশে পাড়ি দিয়েছিল চন্দ্রযান-৩।

কেন ইতিহাস তৈরি করল ভারত ?

চন্দ্ৰযান ৩ এর ল্যান্ডার বিক্রম সফল ভাবে চাঁদের মাটিতে অবতরণ করেছে। এরসাথে চাঁদের দক্ষিণ মেরুতে প্রথম দেশ হিসাবে পা রাখল ভারত। এত দিন চাঁদের অনাবিষ্কৃত এই দিকটিতে কোনও দেশের চন্দ্রযানই পা রাখেনি। তাই মহাকাশ গবেষণার ক্ষেত্রে প্রথম দেশ হিসাবে এক নতুন দিগন্ত খুলে দিল ভারত। ভবিষ্যতে যদি গবেষণা এবং সম্পদের নিরিখে চাঁদের এই এলাকা বিজ্ঞানীদের কাছে গুরুত্ব পায়, তবে ভারত সেখানে গুরুত্বপূর্ণ ভূমিকা নেবে বলেই মনে করা হচ্ছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *