রাহুল মন্ডল, মালদা, ২৬ আগস্ট’২৩ : শুধু বই খাতা নিয়ে ক্লাস রুমের মধ্যে একঘেয়েমি পড়াশোনা নয় , এবার থেকে টিভি, ওয়াইফাই কম্পিউটারের সাথে শিক্ষা গ্রহণ করবে পুরাতন মালদা চক্রের কাদিরপুর কিরণময়ী প্রাথমিক বিদ্যালয়ের ছাত্র-ছাত্রীরা। শিক্ষক শিক্ষিকা ও বিদ্যালয় কর্তৃপক্ষের উদ্যোগে এই স্কুলের ২২৫ জন ছাত্রছাত্রীরা পেল ডিজিটাল ক্লাসরুম। শুক্রবার ফিতা কেটে এই ডিজিটাল ক্লাসরুমের উদ্বোধন করলেন মালদা জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের সভাপতি বাসন্তী বর্মন ও মালদা জেলা বিদ্যালয় পরিদর্শক সত্যজিৎ মন্ডল।

এছাড়াও এই দিনের অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলার সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা অধিকারীক সৌম্য ঘোষ, মালদা জেলার সহকারি বিদ্যালয় পরিদর্শক আব্দুল মালেক ও নয়ন চন্দ্র দাস, মালদা চক্রের অমর বিদ্যালয় পরিদর্শক ভরত ঘোষ, ইংলিশ বাজার আরমান চক্রের অবর বিদ্যালয় পরিদর্শক রিতা চৌধুরী এবং সমগ্র শিক্ষা মিশনের প্ল্যানিং কো-অর্ডিনেটর , অঞ্জন মিশ্র , শ্যাম মন্ডল ও ইঞ্জিনিয়ার ফরিদ হোসেন। সমগ্র শিক্ষা মিশনের জেলা শিক্ষা আধিকারিক সৌম্য ঘোষ জানান, “১৫ আগস্ট থেকে জেলা ব্যাপী মিনিমাম লার্নিং লিডিটিং মেলার আয়োজন করা হয়েছে। একাধিক স্কুল নিজেদের উদ্যোগে নিজেদেরকে আপডেট করছে।

কাদিরপুর স্কুল নিজেদের উদ্যোগে ডিজিটাল ক্লাসরুম তৈরি করে দৃষ্টান্ত স্থাপন করেছে।” মালদা জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিলের চেয়ারম্যান বাসন্তী বর্মন জানান, যে সমস্ত বিদ্যালয়ের শিক্ষক শিক্ষিকারা নিজ উদ্যোগে বিদ্যালয়কে ভালোবেসে কাজ করে তাদের মধ্যে কাদিরপুর অন্যতম। জেলা প্রাথমিক শিক্ষা কাউন্সিল এই বিদ্যালয়গুলির পাশে থাকবে।”