সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৭ ডিসেম্বর’২৩ : জলপাইগুড়ি চেস অ্যাকাডেমির উদ্যোগে সেকেন্ড নিতাই ঘোষ মেমোরিয়াল ইন্টারন্যাশনাল ওপেন চেস টুর্নামেন্টের আসর বসেছে শহর জলপাইগুড়িতে। ছেলে মেয়েদের দাবা খেলায় প্রতি ভালোবাসা বৃদ্ধি করতে এহেন উদ্যোগ বলে জানান উদ্যোক্তারা।

উল্লেখ্য শহরের বাবুপাড়ার এক ভবনে এই টুর্নামেন্টের আসর শুরু হয়েছে আজ ২৭ ডিসেম্বর থেকে চলবে ৩১ডিসেম্বর পর্যন্ত। উদ্যোক্তাদের তরফে অসিত বরণ চৌধুরী বলেন, আজ থেকে আন্তর্জাতিক দাবা প্রতিযোগিতার আসর বসেছে জলপাইগুড়িতে চলবে পাঁচদিন।

তিনি বলেন, ১২টি রাজ্যের দাবাড়ুরা সহ বাংলাদেশ থেকে এক দাবাড়ু এই টুর্নামেন্টে অংশ গ্রহন করছেন। মোট ৯ রাউন্ডের খেলা এবং প্রায় ৩০৫ জন টুর্নামেন্টে অংশগ্রহণ করছেন বলেও তিনি জানান। প্রতিযোগিতা চলবে ৩১ ডিসেম্বর পর্যন্ত। প্রতিযোগিতার বিজয়ীদের মধ্যে ছয় লক্ষ টাকার পুরস্কার মূল্য ভাগ করে দেওয়া হবে বলে জানান টুর্নামেন্টের দায়িত্বে থাকা অসিত বরণ চৌধুরী। এদিনের টুর্নামেন্টে জলপাইগুড়ি জেলা চেস অ্যাকাডেমির সদস্যরা উপস্থিত ছিলেন।