ফের ১৪ দিনের জেল হেফাজত জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার শান্তনু শৰ্মার

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১০ জানুয়ারি’২৪ : ফের ১৪ দিনের জেল হেফাজত জলপাইগুড়ি ভুয়ো নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধারের মূল অভিযুক্ত শান্তনু শৰ্মার। জলপাইগুড়ি ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টারের কর্ণধার মূল অভিযুক্ত শান্তুনু শর্মাকে বুধবার আবার জেল হেফাজতের নির্দেশ দিল জেলা আদালত।

অভিযুক্তের বিরুদ্ধে ‘ভুয়ো’ নার্সিং প্রশিক্ষণ সেন্টার খুলে অসংখ্য ছাত্র ছাত্রীদের কাছ থেকে লক্ষ লক্ষ টাকা তোলার অভিযোগ রয়েছে। উল্লেখ্য ১৯ সেপ্টেম্বর জলপাইগুড়ি পান্ডাপাড়ার ভুয়ো নার্সিং সেন্টারে অভিযান চালিয়ে বন্ধ করে দিয়েছিল জেলা স্বাস্থ্য দফতর। এরপর সেন্টারের ছাত্রীরা প্রতারণার অভিযোগ জানায় কোতোয়ালি থানায়।

এরপর থেকে অভিযুক্ত শান্তুনু পলাতক ছিল। দীর্ঘ সময় আত্মগোপন করে থাকার পর গত ১৩ ই ডিসেম্বর জেলা আদালতে আত্মসমর্পণ করলে আদালত ১৪দিনের জেল হেফাজতে আদেশ দেয়। এরপর পুলিশ অভিযুক্ত ভুয়ো দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে নিজেদের হেফাজতে নেয় তদন্তের প্রয়োজনে। নির্দিষ্ট সময় পর ২৭ ডিসেম্বর আদালতে পেশ করলে আদালত পূনরায় অভিযুক্ত কে চোদ্দ দিনের জেল হেফাজতের রায় দেয়।

Jalpaiguri bogus nursing training center leader Shantanu Sharma gets 14 days jail again

আদালতের দেওয়া নির্দিষ্ট সময় শেষে আজ বুধবার অভিযুক্তকে জলপাইগুড়ি সি জি এম কোর্টে তোলা হলে বিচারক পূনরায় দিশারী নার্সিং ট্রেনিং সেন্টারের কর্ণধার শান্তনু শর্মাকে চোদ্দ দিনের জেল হেফাজতের নির্দেশ দেয় বলেন এদিন জানান সহকারি সরকারি আইনজীবী মৃন্ময় ব্যানার্জি ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *