সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে বাড়ি বাড়ি প্রচার জলপাইগুড়ি পুরসভায় (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২০ জানুয়ারি’২৪ : পরিছন্নতার পরিচয় যত্রতত্র আবর্জনা নয়। সুস্থ পরিবেশ গড়ে উঠুক প্রকৃতির হাত ধরে’। পরিবেশবিদদের মতে, পরিবেশ আবর্জনা মুক্ত থাকলেই মানুষ হবেন রোগ মুক্ত। গড়ে উঠবে সুস্থ এবং সুন্দর সমাজ। সুস্থ ও সুন্দর সমাজ গড়ে তোলার উদ্দেশে পশ্চিমবঙ্গ সরকারের উদ্যোগে জলপাইগুড়ি পুরসভা সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট প্রকল্পে জোর দিয়েছে।

ইতিমধ্যে পুরসভার প্রত্যেক ওয়ার্ডের বাড়ি বাড়ি থেকে গাড়ি করে নোংরা আবর্জনা সংগ্রহ করতে উদ্যোগী হয়েছে পুর কর্তৃপক্ষ। শুধু আবর্জনা সংগ্রহ করাই নয় বাড়ি বাড়ি থেকে পৃথক পৃথক ভাবে পচনশীল ও অপচনশীল নোংরা সংগ্রহ করার লক্ষ্যে পুরসভার ২৫টি ওয়ার্ডের বাড়ি বাড়ি গিয়ে প্রচার শুরু করেছেন পুর কতৃপক্ষ। বাড়ি বাড়ি থেকে আবর্জনা সংগ্রহ করার পর সেগুলি ট্রেলার ট্রাক্টর ভ্যানে করে সরাসরি পৌঁছে যাবে বালাপাড়া ডাম্পিং গ্রাউন্ডে।

Door-to-door campaign on solid waste management by Jalpaiguri Municipality

জলপাইগুড়ি শহর যাতে আবর্জনা মুক্ত থাকে তারই লক্ষ্যে কাজ শুরু করেছে জলপাইগুড়ি পুরসভা। এদিন পুরমাতা পাপিয়া পালের উপস্থিতিতে ৭ নম্বর ওয়ার্ডের বাড়ি বাড়ি সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট নিয়ে প্রচার চালানো হয়। সলিড ওয়েস্ট ম্যানেজমেন্ট সম্পর্কে ওয়ার্ডের জনসাধারণের মধ্যে চেতনা বৃদ্ধি, নিয়ম – কানুন সম্পর্কে অবহিতকরনের উদ্দেশ্যেই এই প্রচার অভিযান বলে পুরমাতা জানিয়েছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *