CAA লাগু হতেই দেশের সাথে জলপাইগুড়িতে উৎসবে মাতলো মতুয়া ও BJP (ভিডিও সহ)

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১২ মার্চ’২৪ : দেশ জুড়ে CAA লাগু হতেই জলপাইগুড়িতে উৎসবে মাতলো মতুয়া ও BJP। মঙ্গলবার জলপাইগুড়ি ডিবিসি রোডের বিজেপি জেলা কার্যালয় থেকে উৎসবের মেজাজে শহর জুড়ে মিছিল করলো মতুয়া ও বিজেপি নেতারা। সাংসদ জয়ন্ত কুমার রায় ও বিজেপি জেলা সভাপতি বাপী গোস্বামী কাঁধে তুলে ঢোল নিয়ে মিছিলে হাঁটলেন। সঙ্গে মতুয়ারা গেরুয়া আবিরে অকাল হোলিতে মাতলেন। গতকাল রাতে কেন্দ্র সরকার সিএএ লাগু করে। মতুয়ারা দীর্ঘদিন থেকে নাগরিকত্ব আইন লাগু করার জন্য আন্দোলন করে আসছিলো। দীর্ঘদিনের প্রতীক্ষার অবসান হয়েছে গতকাল। কেন্দ্রের সরকার সিএএ লাগু করার রাজ্য জুড়ে মতুয়ারা ঢাক, ঢোল, কাশা, শঙ্খ নিয়ে উৎসবে মেতেছেন। এ দিন জলপাইগুড়ি শহরে উৎসবে মাতলেন মতুয়ারা।

Matua and BJP celebrate in Jalpaiguri with the country after CAA implementation

প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী ও স্বরাষ্ট্র মন্ত্রী অমিত শাহকে ধন্যবাদ জানাতে এ দিনের মিছিল করা হয়। সাংসদ জয়ন্ত কুমার রায় বলেন,”পাকিস্তান, আফগানিস্তান ও বাংলাদেশ থেকে যে সকল নাগরিক এসেছেন অত্যাচারিত হয়ে তাঁদের নাগরিকত্ব দেবে কেন্দ্র সরকার। এই কারণে সিএএ লাগু করা হয়েছে। ২০১৪ সাল ৩১ ডিসেম্বর পর্যন্ত যারা এসেছেন সকলের নাগরিকত্ব পাবেন। এবং সকল নাগরিকের মত তারাও সব সুবিধে পাবেন। এই আনন্দে মেতেছেন সকলে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *