সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৩ মার্চ’২৪ : চৈত্র মাস শুরু না হতেই চৈত্র সেলের বাজার শুরু জলপাইগুড়ি শহরে। জুতো থেকে ব্যাগ, রকমারী জামাকাপড় নিয়ে ফুটপাতে পসরা সাজিয়ে বসেছেন ব্যবসায়ীরা। বাংলা বছরের সর্বশেষ মাসের চৈত্র সেলের অপেক্ষায় সারা বছর প্রতীক্ষায় থাকেন অনেকেই।

এই সেলে বিক্রি হয় জুতো জামা ব্যাগ থেকে রকমারি জিনিসপত্র। আর তা কিনতেই সাধারণ ক্রেতাদের ভিড় দেখা যায়। যদিও এখনো চৈত্র মাস পড়তে দিন দুই বাকি আছে। তবে তার আগেই ব্যবসায়ীরা জিনিসপত্র নিয়ে চৈত্র সেল উপলক্ষে বাজারে বসেছেন। অর্ধেক দামে রকমারি জিনিসগুলো বিক্রি করছেন। তবে বিক্রি এখনও তেমনভাবে হচ্ছে না বলে বিক্রেতারা বলছেন। আশা চৈত্র মাস শুরু হলেই হয়তো বিক্রিও শুরু হবে।