ছাত্র-যুবদের প্রতি দুই সরকারের মনোভাবে ক্ষোভ কংগ্রেসের

সংবাদদাতা, জলপাইগুড়ি, ১৯ মার্চ’২৪ : ২০১৬ সালের পর থেকে বিভিন্ন কলেজগুলিতে কোনও ছাত্র নির্বাচন হয়নি। এর বিরুদ্ধে রাজ্য সরকারকে তীব্র ভাষার আক্রমণ করলেন কংগ্রেসের রাজ্য সম্পাদক অরিজিৎ নিয়োগি সহ ছাত্র যুব নেতারা। তাদের বক্তব্য, রাজ্যের শাসক দলের ছাত্র সংগঠন কলেজগুলিকে পরিচালনা করছে ভোট ছাড়াই।পাশাপাশি কেন্দ্রের প্রতিশ্রুতি অনুযায়ী এক লক্ষ বেকার যুবক যুবতীর চাকরির কথা ছিল। এতদিন কেটে গেলেও সেদিকে নজরই নেই কেন্দ্রীয় সরকারের। এছাড়াও রাজ্য সরকারেরও নজর নেই বেকারদের কর্মসংস্থানের বিষয়ে। শুধু ভোটের সময় ভাওতাবাজি দেয়। এমনভাবেই কড়া ভাষায় রাজ্য ও কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে সুর চরান তারা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *