খাবারের সন্ধানে লোকালয়ে হাতি এসে একই পরিবারের তিনটি ঘর ভাঙলো

সংবাদদাতা, জলপাইগুড়ি, ২৪ মার্চ’২৪ : খাবারের সন্ধানে লোকালয়ে এসে একই পরিবারের তিনটি ঘর ভেঙ্গে দিল একটি হাতি। ঘটনাটি ঘটেছে ক্রান্তি ব্লকের অধীন দক্ষিণ হাসখালি মৌজার খুলনায় ক্যাম্প এলাকায়। ঘটনা প্রসঙ্গে জানা গেছে অনিল রায় ও তার স্ত্রী তাদের সন্তান পুত্রবধূ এবং নাতি অন্যান্য দিনের মতো শুয়েছিলেন।

ভোররাত্রে আনুমানিক তিনটার সময় একটা আওয়াজ শুনতে পান। শুরুতে মনে করছিলেন দিনের মতো বানররাই শব্দ করছিল। কিন্তু জোরে শব্দ হওয়ায় পরিবারের প্রধান কর্তা অনিল রায় বের হয়ে দেখতে পান। তৎক্ষণাৎ তিনি চেঁচামেচি করে পরিবারে বাকি সদস্যদের নিয়ে অন্যত্র সরিয়ে যান। হাতিটি এক এক করে প্রতিটি ঘরে ভেঙ্গে খাবার খুঁজতে থাকে।

Elephants came to the locality in search of food and broke five houses of the same family

পরবর্তী সময়ে এলাকার লোকজনের চেঁচামেচিতে হাতিটি আপালচাঁদ জঙ্গলে ঢুকে পড়ে। এদিন অনিল রায়ের বাড়িতে খবর শুনে রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওঁরাও এবং উপপ্রধান মিন্টু রায় পরিদর্শনে যান। রাজাডাঙ্গা অঞ্চল প্রধান সঞ্জয় ওঁরাও জানালেন অনিল ওঁরাও এর পরিবারে হাফ ওয়াল পাকা ঘর এবং এবং ঠাকুর ঘর সহ পাঁচটি ঘর হাতি ভেঙ্গে দেয়। বর্তমানে পরিবারটি খুবই আতঙ্কগ্রস্থ। আমরা পরিবারটির পাশে থাকা আছি। গোটা ঘটনাকে কেন্দ্র করে এলাকায় ব্যাপক আতঙ্ক ছড়িয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *