জলপাইগুড়ি : লাগাতার বেড়েই চলেছে তাপমাত্রার পারদ। আর তার জেরে বাদাম চাষ থেকে শুরু করে অন্যান্য ফসলের চারা গাছ ঝলসে যাচ্ছে। রীতিমতো জ্বলছে জলপাইগুড়ির তিস্তা পাড়ের কৃষি খেত। কার্যত বৃষ্টিহীন জলপাইগুড়ি শহর ও শহর সংলগ্ন এলাকা।

একটানা খরা থাকার দরুন নাভিশ্বাস তিস্তা পাড়ের কৃষকদের। কোথাও দেখা যাচ্ছে সেচের অভাবে গোটা বাদাম খেত নষ্ট হয়ে পড়ে আছে। তীব্র দাবদাহের ফলে বিভিন্ন জায়গায় দেখা দিয়েছে জলকষ্ট। এলাকায় পানীয় জলের পাশাপাশি কৃষি ক্ষেত্রেও সেচের জলের সমস্যা দেখা দিয়েছে। কবে মিলবে বৃষ্টির দেখা! যেন প্রশ্ন চিহ্নের মধ্যে নিজেকে ডুবে রাখছেন ওই এলাকার কৃষকরা। উল্লেখ্য তারই মাঝে দেখা গেল বাদাম খেতে পাম্প মেশিন দিয়ে জল দিচ্ছেন ওই এলাকার কৃষক বলাই পাল। তিনি বলেন, এবার বৃষ্টির অভাবে ফসল ফলাতে খুব সমস্যা হচ্ছে। বিশেষ করে বাদাম চাষ বালু মাটিতে ভাল হয়। লাগাতার জলের প্রয়োজন হয়। কিন্তু এই মাসে এখনো পর্যন্ত বৃষ্টি না হওয়ায় বাদাম খেত শুকিয়ে গাছ মারা যাচ্ছে। ডিজেলের যা দাম তা সব জমিতে সেচ করে ফসল ফলালে তা পোষাবে না। গত বছর বিঘা প্রতি দুই কুইন্টাল ফলন হয়েছিল। এবার সময় মত বৃষ্টি না হওয়ার অনেক বাদাম গাছের রুগ্ন দশা । এবারে বাদামের দানা তেমন ভাল হবে না বলেই জানালেন বাদাম চাষী বলাই পাল।